Suvendu Adhikari: বাংলার লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটতেই ডায়মন্ড নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মণ্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, ওয়েব ক্যামেরাগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে জোড়াফুল ছাড়া ইভিএমে সব প্রতীক চিহ্নে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে গর্জে উঠে ডায়মন্ডহারবারের নির্বাচনকে 'অবৈধ' বলে উল্লেখ করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আরও এক-কদম এগিয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ভোট পরিচালনার কাজে যে সকল পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং কাউন্টিং স্টাফ, অফিসার যুক্ত ছিলেন তাদের সকলের নাম, পরিচয় প্রকাশের দাবিতে জন্য আরটিআই-র আবেদন দাখিল করেছেন তিনি। সেই সঙ্গে শাসক দলের সঙ্গে ভোটকর্মীদের আঁতাতের বিষয় নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
এক্সিট পোলের হিসাব কে উল্টে দিয়েছে ২০২৪-র লোকসভা নির্বাচনের ফলাফল। দেশের পাশাপাশি বাংলাতেও বিজেপি আশানুরূপ ফল করতে পারে নি। বঙ্গ বিজেপি যে হিসেব কষেছিল তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। এদিকে ডায়মন্ডহারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ৭ লক্ষ ভোটে জিতে ইতিহাস গড়েছেন। যদিও ভোট পর্ব মিটতেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে ডায়মণ্ডহারবারে ছাপ্পা হয়েছে ১০ লক্ষের বেশি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন - < Abu hasem khan chowdhury: ছেলের চেয়ে অধীরেই বেশি ভরসা? ইস্তফা বিতর্কে বোমা ফাটালেন ডালুবাবু >
রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের সঙ্গে ডায়মন্ড হারবার সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটের কাজে নিযুক্ত পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং কাউন্টিং স্টাফ, অফিসারদের কী সম্পর্ক? সেই দাবিতেই সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি ভোটের কাজে নিযুক্ত ব্যক্তিদের নাম, পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মর্মে তিনি একটি আরটিআই আবেদনও দাখিল করেছেন। শুভেন্দু এক্স-এ এক পোস্টে লিখেছেন, 'এর মাধ্যমে ক্ষমতাসীন দলের সঙ্গে ভোটকর্মীদের সম্পর্ক এবং নির্বাচনে তারা কী ভূমিকা পালন করেছিল তা সর্বসমক্ষে আসবে' ।