কুণালের মামলায় স্বস্তি শুভেন্দুর, প্রথম ল্যাপে হাইকোর্টে এগিয়ে গেলেন বিরোধী দলনেতা

কুণাল ঘোষের অভিযোগ যে, শুভেন্দু অধিকারী একটি সভায় তাকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে মন্তব্য করেছিলেন।

কুণাল ঘোষের অভিযোগ যে, শুভেন্দু অধিকারী একটি সভায় তাকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে মন্তব্য করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP is pressurising agencies to write false info in chargesheets, says kunal ghosh

শুভেন্দু অধিকরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। সেই মামলায় নিম্ন আদালত
বিরোধী দলনেতাকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তাতেই স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। নিম্ন আদালতের শুনানিতে আপাতত তাঁকে হাজিরা দিতে হবে না।

Advertisment

শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আপাতত কুণালের দায়ের করা মানহানি মামলায় শুভেন্দুকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না। বদলে তাঁর আইনজীবী আদালতে উপস্থিত থাকলেই হবে।

হাইকোর্টের নির্দেশের পর কুণাল ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি, 'বিরোধী দলনেতা নিম্ন আদালতের শুনানির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। রায়ে বলা হয়েছে যে, উচ্চ আদালতে মামলাটি যত দিন বিচারাধীন থাকবে তত দিন শুভেন্দুকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না।'

Advertisment

আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

তৃণণূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ যে, শুভেন্দু অধিকারী একটি সভায় তাকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কশাল আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

Suvendu Adhikari tmc Kunal Ghosh bjp