Advertisment

শুভেন্দুর সুপ্রিম স্বস্তি, কলকাতা হাইকোর্টকে কী নির্দেশ শীর্ষ আদালতের

রাজনীতির ময়দানে আরও পোক্ত হল বিরোধী দলনেতার জমি।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu claims ed can get more information if catch 2 more mobile phones

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের এফআইআর দায়েরের সম্মতি নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট।

Advertisment

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে এর আগে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু পঞ্চায়েত ভোটের পর একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশ ছিল, এফআইআর দায়ের করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে এখনই আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।

কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুভেন্দু অধিকারীর আইনজীবীরা জানান, হাইকোর্টে তাঁরা তাঁদের বক্তব্য রাখার সুযোগ পাননি। ১৮ জুলাই মামলা দায়ের হয়েছিল। ২০ জুলাই রায় ঘোষণা হয়। মামলার কথা ই-মেল মাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু রোজ অন্ততপক্ষে ৫ হাজার ই-মেল আসায় নজর রাখা সম্ভব হয়নি।

শুভেন্দুর আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে কলকাতা হাইকোর্টের উদ্দেশে বার্তা পাঠাচ্ছে যে শুভেন্দু বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা নতুন করে শুনতে হবে।

সুপ্রিম নির্দেশের পর রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে উঠে পড়ে লেগেছিল বাংলার শাসক দল তথা সরকার। এতে ফের ওদের মুখ পুড়ল।' তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, 'সর্বোচ্চ আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করব না। তবে শুভেন্দু যে নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের সময়ে অশান্তিতে উস্কানি দিয়েছিলেন তা নিয়ে কোনও সংশয় নেই। আশা করছি রাজ্য সরকার আইন অনুযায়ী পদক্ষেপ করবে।'

Suvendu Adhikari supreme court bjp
Advertisment