/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/suvendu-adhikari-1.jpg)
Suvendu Adhikari: নন্দীগ্রামের জনসভায় শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari-BJP:এবার 'সংগ্রামী ভাতা' দেওয়ার ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার নন্দীগ্রামে (Nandigram) দলেরই একটি প্রকাশ্য জনসভায় এই ঘোষণা বিরোধী দলনেতার। বিরোধী দলনেতার এই ঘোষণা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। নন্দীগ্রামের BJP বিধায়কের এহেন ঘোষণার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?
"যতজনকে জেল খাটিয়েছে, বিজেপির সরকার যেদিন আসবে সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। ৫ হাজার টাকা করে ভাতা দেব যতজনকে জেল খায়িটেছে। যে IO মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাঁদের নাম লেখা থাকল। এটা হুঁশিয়ারি নয়, সতর্কবার্তা। এখানে ৩০০ মামলা করেছে। সব নেতাকে জেল খাটিয়েছে।"
BJP-র অভিযোগ, মিথ্যা মামলায় তাদের দলের বহু কর্মী-সমর্থককে জেল খাটিয়েছে রাজ্যের শাসকদল। এদিন প্রকাশ্য সভামঞ্চ থেকে দলেরই এক কর্মীকে কাছে ডেকে নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁকে মঞ্চে তুলে বলেন, "আমরা যেদিন সরকার করব তোমাকে পেনশন দেব।"
আরও পড়ুন- Mahua Moitra: ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেই মহুয়ার জন্য বিরাট সুখবর! কী বলল আদালত?
এদিকে, শুভেন্দু অধিকারীর এই 'সংগ্রামী ভাতা' দেওয়ার ঘোষণা নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। তমলুক জেলা তৃণমূলের সংগঠনিক সভাপতি সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) বলেন, "নির্বাচন এলে অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়। শুভেন্দু অধিকারী একটা দলের হয়ে এটা বলেছেন। মানুষকে বুঝতে হবে আগে এই দলের প্রধান মোদীজি অনেক কথা বলেছিলেন। ২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া এসব বলেছেন। সেই প্রতিশ্রুতির কতটা ফলেছে সেটা জনগণ দেখেছেন। নির্বাচনে প্রতিশ্রুতি যে কেউ দিতে পারেন, সেই প্রতিশ্রুতি কতটা পালন করবে, কতটা তা জনগণের উপকারে আসবে সেটা ভবিষ্যৎ বলবে।"