Advertisment

Suvendu Adhikari: কয়েকদিন ধীরে 'ব্যাটিং'য়ের পর হঠাৎ সক্রিয় শুভেন্দু! বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বিরোধী দলনেতা

Suvendu Adhikari-BJP: লোকসভা নির্বাচনে দলকে এরাজ্যে বড়সড় সাফল্যের মুখ দেখাতে 'ব্যর্থ' হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে দলের খারাপ ফলের পর দলের রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে তার দূরত্ব বেড়েছে বলে রাজনৈতিক মহলের আকাশের মত। ভোটের ফল প্রকাশের পর পরই দলের কোর কমিটির বৈঠকেও শুভেন্দু অধিকারীর গরহাজিরা নজর কেড়েছে। কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা যেখানে উপস্থিত ছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর মতো রাজ্য স্তরের শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে চর্চাও কম হয়নি দলের অন্দরে।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu Adhikari in meeting with BJP MLAs

নিউটাউনের হোটেলে ঢুকছেন বিজেপি বিধায়করা।

Suvendu Adhikari: লোকসভা ভোটে দলের 'ভরাডুবি'র পর হঠাৎ করে ফের সক্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধেয় নিউটাউনের একটি বিলাসহুল হোটেলে একে একে বিজেপি বিধায়কদের ঢুকতে দেখা যায়। তাঁদের জরুরি বৈঠকে ডেকেছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

এবারের লোকসভা নির্বাচনে দলকে এরাজ্যে বড়সড় সাফল্যের মুখ দেখাতে 'ব্যর্থ' হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে দলের খারাপ ফলের পর দলের রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে তার দূরত্ব বেড়েছে বলে রাজনৈতিক মহলের আকাশের মত। ভোটের ফল প্রকাশের পর পরই দলের কোর কমিটির বৈঠকেও শুভেন্দু অধিকারীর গরহাজিরা নজর কেড়েছে। কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা যেখানে উপস্থিত ছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর মতো রাজ্য স্তরের শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে চর্চাও কম হয়নি দলের অন্দরে।

এরপর কয়েকদিন কাটতে না কাটতেই নিউটাউনের হোটেলে বিজেপি বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এই খবর জোর চর্চায় উঠে এসেছে। হঠাৎ ঠি কী কারণে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা? তা স্পষ্ট হয়নি। এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অসীম সরকার, নীলাদ্রিশেখর দানাদের মতো বিধা.কদের নিউটাউনের ওই হোটেলে ঢুকতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- WB Assembly By Election 2024: একুশে হার, চব্বিশের ভোটেও পিছিয়ে! তিন কেন্দ্রের উপনির্বাচনে কোন জাদুতে বাজিমাতের আশায় তৃণমূল?

অন্যদিকে, এদিনই শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে আবারও তুলোধনা করেছেন শাসকদল তৃণমূলকে। তাঁর দাবি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লক অফিসে বিজেপির পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যাকে সভাই যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। বিজেপি নেত্রী সেই সভায় যোগ দিতে গেলে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। একটি ভিডিও পোস্ট করে এ ব্যাপারে শাসক দলকে একহাত নিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যদিও এব্যাপারে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

bjp Suvendu Adhikari loksabha election 2024
Advertisment