Advertisment

Suvendu Adhikari In Sandeshkhali: সন্দেশখালিতে ঢুকেই 'বদলে'র হুঙ্কার শুভেন্দুর, শাহজাহান প্রসঙ্গে করলেন চাঞ্চল্যকর দাবি

Sandeshkhali Case: হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। তাঁদের সঙ্গে কোনও সমর্থক বা দলীয় কর্মী যেতে পারবেন না। তা নিশ্চিত করতে হবে। এলাকায় যেন শান্তি ভঙ্গ না হয়, সেটা দেখবে রাজ্য পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari In Sandeshkhali Sheikh Shahjahan , শেখ শাহজাহান ফিনিশ সন্দেশখালিতে ঢুকেই দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সন্দেশকালির 'ত্রাস' শেখ শাহজাহান।

Suvendu Adhikari Sandeshkhali: উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ পাওয়া মাত্রই সন্দেশখালিতে প্রবেশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারীকে দেখেই এদিন বেরিয়ে আসেন বাড়ির মহিলারা। নিজেদের অভাব-অভিযোগ জানান বিরোধী দলনেতা। শঙ্খ বাজিয়ে বরণ করেও নেওয়া হয় তাঁকে। কেউ কেউ আবার পা ছুঁয়ে প্রণামও করেন। এরপরই শুভেন্দু স্থানীয় মহিলাদের কাছে জানতে চান, তাঁরা এখন কেমন আছেন? লড়াই চালানোর বার্তাও দেন বিরোধী দলনেতা।

Advertisment

মহিলাদের থেকে তাঁদের আতঙ্কের বিবরণ শোনার পর শুভেন্দু অধিকারী বলেন, 'সন্দেশখালিতে সব পরিবর্তন হয়ে যাবে। শান্তি ফিরে আসবে।'

সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান এখনও বেপাত্তা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বক্তব্য, 'শেখ শাহজাহান পলাতক থাকতে পারেন না। যদি পলাতক হন, তাহলে নিশ্চয়ই আইন-শৃঙ্খলায় কোথাও সমস্যা আছে। স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাহাজাহন কেন আত্মসমর্পণ করছেন না?' এদিন সন্দেশখালিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, 'এলাকার মানুষ শান্তি চায়। শেখ শাহজাহানের ফাঁসি চায়। শাহজাহানের পালানোর উপায় নেই।' এরপরই শুভেন্দু অধিকারীর হুঙ্কার, 'আপনারা (সন্দেশখালির বাসিন্দারা) সঙ্গে থাকবেন তো? তা হলেই হবে। তা হলেই শাহজাহান ফিনিশ।'

এদিন সন্দেশখালি অঞ্চেলর বেশ কয়েকটি বাড়ি ঘুরে খোঁজখবর নেন বিরোধী দলনেতা। শেষে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষেরা মাটিতে বসে স্থানীয় মহিলাদের অভিযোগ শুনতে থাকেন। তাঁদের ভয় না পেয়ে শক্ত হওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে তাঁর সঙ্গে যাতে গ্রামের মানুষ যোগাযোগ করে তাই নিজের ফোন নম্বরও দেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- Sandeshkhali Case: সন্দেশখালিতে শুভেন্দুরা, ফুল ছড়িয়ে স্বাগত জানালেন মহিলারা, দ্বীপাঞ্চলে শঙ্খধ্বনি!

Suvendu Adhikari Sandeshkhali sandeshkali ed
Advertisment