দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও অনুব্রত মণ্ডলের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারই তা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন
তৃণমূল নেত্রী। তোপ দেগেছেন কেন্দ্রের বিজেপি সরকার, প্রধানমন্ত্রী মোদীর ও কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। মমতার আক্রমণের ২৪ ঘন্টার মধ্যে পাল্টা হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। বললেন, 'প্রস্তুত হোন।'
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী সোমবার বলেছেন, 'প্রধানমন্ত্রীকে তুই বলছেন। আর আমাকে যা বলেছেন তার উত্তর আমি ঠিক সময়ে সুদে, আসলে কমপার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে দেব। অপা সিন্ডিকেট ধরা পড়েছে। কেষ্টও জেলে গেছে। ভাইপোর সময় আসছে। প্রস্তুতি নেন, তৈরি হোন।'
আরও পড়ুন- ‘জানতাম দিদি পাশে থাকবেন’, মমতার বার্তার পরই ‘আত্মবিশ্বাসী’ জেলবন্দি অনুব্রত
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বেহালার সভায় কর্মীদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। জানতে ছান, 'কি ভয় লাগছে? কাল যদি আমার বাড়িতে যায়, আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো?' পার্থ, অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মে করা হচ্ছে। যা নিয়ে এ দিন ভবিষ্যৎদ্বানী করেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেছেন, 'মমতা ব্যানার্জী বলেছেন আমার বাড়িতে আসলে তোমরা নামবে তো। মমতা ব্যানার্জী পিছনে ঘুরে দেখবেন আপনার কথাতে ববি, অরূপও থাকবে না।'
আরও পড়ুন- ‘তৃণমূলের অন্দরের খবর CBI-ED-কে দিচ্ছেন কুণাল’, বিস্ফোরক সৌমিত্র
রবিবার অনুব্রত পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওদের এজেন্সিতে কিছু লোককে টাকা দিয়ে পোষে। তারা প্রথম থেকে শুধু বদনাম করে। পরে কিন্তু জিরো, কেসে কিছুই হল না। জেনে রাখুন ২০২৪-এ বিজেপি আর জিতবে না। তাই বলি দুর্বল হবেন না, এদের বিচার জনগণের আদালতে হবে। এক কেষ্টকে ধরলে লক্ষ কেষ্টরা রাস্তায় তৈরি হবে।'
একই মঞ্চ থেকে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা। বলেছিলেন, 'মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে। বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।'