Suvendu Adhikari: 'জ্যোতিষী' শুভেন্দু! অভিজিৎ গাঙ্গুলিকে পাশে বসিয়ে বলে দিলেন উত্তরের তিন কেন্দ্রের ভোটের 'রেজাল্ট'
Lok Sabha Election 2024: রাজ্যে প্রথম দফার ভোট হয়েছে উত্তরবঙ্গের তিন কেন্দ্রে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন মিটেছে। উত্তরের এই তিন কেন্দ্রেই জয় পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি। গত ১৮ এপ্রিল ভোট শেষের পরপরই এই তিন কেন্দ্রেই 'বিজয় উৎসব' পালন করতে দেখা গিয়েছিল গেরুয়া দলকে। কোচবিহারে বিজয় মিছিল করতে দেখা গিয়েছিল তৃণমূলকেও।
Suvendu Adhikari: প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) হয়েছে। গত ১৮ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন হয়েছে। এই তিনটি কেন্দ্রেই এবারেও BJP প্রার্থীরা জয় পাবেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার মহিষাদলে তমলুকের BJP প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন শুভেন্দু। সেই সভার ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত জ্যোতিষী রূপে ধরা দিলেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।
Advertisment
প্রথম দফার ভোটের ফল নিয়ে আগাম কী দাবি শুভেন্দু অধিকারীর?
"রাষ্ট্রবাদীরা ৩, চোরেরা শূন্য। আমি লিখে দিচ্ছি গতবার নিশীথ প্রামাণিক ৫৪ হাজার ভোটে জিতেছিলেন, এবার ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে জিতবেন। জলপাইগুড়ির মার্জিন বাড়বে। মনোজ টিগ্গা কত ভোটে জিতবে কেউ জানে না। ওটা ৪ লাখে গিয়ে থামতে পারে।"
ওই দিন গেরুয়া দলের কর্মীরাও বাজি ফাটিয়ে, মিষ্টিমুখ সেরে ফেলে আগাম 'বিজয় মিছিল' করেছিলেন। বিজেপি জেলা কার্যালয়ের সামনে কর্মীদের একাংশ ঢাকঢোল পিটিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন। ওই দিন কোচবিহারের পাশাপাশি জলপাইগুজড়ি ও আলিপুরদুয়ারেও বিজেপির আগাম 'বিজয় মিছিল' দেখা যায়।