Advertisment

'গোলগাল নাদুস-নুদুস, বাড়ি কাঁথি' ব্যাঙ্গ কার্টুনে বাংলা ছয়লাপ, বঙ্গ রাজনীতিতে তুমুল হইচই

কাকে উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari is missing caricature hoarding by tmc, শুভেন্দু নিরুদ্দেশ ব্যাঙ্গ কার্টুনে বাংলা ছয়লাপ করল তৃণমূলের আইটি সেল

নিরুদ্দেশ পোস্টার

'নিরুদ্দেশ সংবাদ'। ব্যাঙ্গ পোস্টারে ছেয়ে গিয়েছে বর্ধমান থেকে বিধাননগর। পোস্টারের
নিচে লেখা রয়েছে, তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। যা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisment

ওই ব্যাঙ্গ পোস্টারের বাঁ দিকে রয়েছে একটি কার্টুনের ছবি। কাকে উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছে? তা অবশ্য স্পষ্ট করা হয়নি। তবে, হোর্ডিয়ের লেখা পড়ে অনেকেই মনে করছেন কার্টুনটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করেই তৈরি। তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের দাবি, 'আমরা কারও নাম করছি না। দু-তিন মাস ধরে বড় বড় হুংকার দিচ্ছিল এক ব্যক্তি। কিন্তু ১২, ১৪ আর ২১ তারিখ পেরিয়ে যাওয়ার পর একজনের কথা খুব মনে পড়ছে। হঠাৎ করে সেই ব্যক্তি কোথায় যেন হারিয়ে গেলেন? সাধারণ মানুষ নিজ দায়িত্বে সেই ব্যক্তিকে খুঁজে দেবেন।'

কী লেখা রয়েছে হোর্ডিংয়ে?

শিরোনাম করা হয়েছে, 'নিরুদ্দেশ সংবাদ'। তারপর কোনও নিখোঁজ ব্যক্তির সন্ধানে যেভাবে পোস্টার লেখা হয়ে থাকে সেইভাবে বর্ণনা রয়েছে।

হোর্ডিয়ে লেখা, 'রূপ- দেখতে গোলগাল নাদুস নুদুস। মেরুদন্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা- বাড়ি কাঁথিতে। বিশেষ চিহ্ন- অভিষেক শব্দটি শুনলে দাঁত খিচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন। কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন। অসুখ- ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণে ভাট বকতে ভালোবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়।'

হোর্ডিয়ে থাকা কার্টুনের নিচে লেখা রয়েছে, 'এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন।'

বর্ধমান শহরের কার্জন গেট চত্বর, পারবীরহাটা মোড় সহ তিনটি জায়গায় এই হোর্ডিং লাগানো হয়েছে। এছাড়া, বিধাননগর স্টেশন, সল্টলেকের করুণাময়ী, বকাশ ভবন এলাকায় এই কার্টু হোডিং পড়েছে।

<আরও পড়ুন- তৃণমূল বাতিল করলেও দলেই আছেন প্রাক্তন মহাসচিব, নিউ-ইয়ারের শুভেচ্ছাবার্তায় প্রমাণে মরিয়া পার্থ>

Debangshu Bhattacharya Suvendu Adhikari bjp tmc
Advertisment