Advertisment

ডেডলাইনের ফার্স্ট ডে-তে হাজরায় সভা শুভেন্দুর, মমতার খাসতালুকে কী বোমা ফাটাবেন?

আজ হাজরায় সভা শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu declined invitation to join the Meeting for appointing State CIC

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এড়ালেন শুভেন্দু।

ডিসেম্বর ডেডলাইনের প্রথম দিনেই মমতার খাসতালুকে বিরাট সভা শুভেন্দুর। সপ্তাহের প্রথম দিনে কলকাতার হাজরায় প্রকাশ্য সভা বিরোধী দলনেতার। এই সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ জোর চড়েছে। ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন বিজেপি নেতা। তাঁর হুঁশিয়ারি দিয়ে বেঁধে দেওয়া তিনটি তারিখের প্রথম দিনই আজ। সাড়া জাগানো কী বার্তা দিতে চলেছেন বিরোধী দলনেতা? নজর আজ সেদিকেই।

Advertisment

হাজরাকে কেন্দ্র করে মমতা বন্দ্যেপাধ্যায়ের রাজনৈতিক বিদ্যুতের উত্থান গতি পেয়েছে। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধী নেত্রী থাকাকালীন এই হাজরাতেই একের পর এক সভায় ঝড় তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। বামেদের ভীত নাড়ানোর কাজটা এই হাজরা থেকেই শুরু করেছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। এই হাজারাতেই রাজনৈতিক কর্মসূচি চলাকালীন আক্রমণে মাথা ফেটেছিল আজকের মুখ্যমন্ত্রীর। সেই হাজরাতেই আজ শুভেন্দুর চ্যালেঞ্জ-সভা।

আরও পড়ুন- অভিষেককে সঙ্গে নিয়ে আজই মেঘালয়ে মমতা, বিশাল চমকে বাড়তে পারে চর্চা

আজ কী বোমা ফাটাবেন শুভেন্দু? রাজ্য রাজনীতির নজর সেদিকেই। মমতা-অভিষেকের খাসতালুকেই আজ প্রকাশ্য সভা শুভেন্দুর। বিধানসভার বিরোধী দলনতোর এই সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর আগে শুভেন্দু অধিকারী আজ হাজরার এই সভার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। শুধু আজকের এই সভারই নয়, আগামী ২১ ডিসেম্বর কাঁথির সভারও প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। পরে এই দুটি সভা করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শেষমেশ উচ্চ আদালতই দুটি সভার অনুমোদন দিয়েছে।

সেই মতো আজ হাজরায় সভা বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর সঙ্গেই ওই সভায় থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। দীর্ঘদিন পর ফের একমঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির এই প্রধান দুই সেনাপতিকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ হাজরার সভা সেরে রাতেই দিল্লি উড়ে যেতে পারেন বিরোধী দলনেতা। আগামিকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

Suvendu Adhikari Mamata Banerjee kolkata news
Advertisment