/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/mamata-suvendu.jpg)
TMC VS BJP: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari-Loksabha Election 2024: পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রশাসন বারবার শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ বেশ কয়েক দশকের। এবার সেই অভিযোগে রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কিছু পুলিশ আধিকারিককে লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বাইরে রাখতে তৎপর হয়ে উঠেছেন। সেটা যাতে না-হতে পারে, তা নিশ্চিত করতে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
It has come to my knowledge through reliable sources that CM Mamata Banerjee has prepared a list of IPS Officers and submitted it to the Election Commission of India, for getting them posted in other States as Police Observers during the time of Lok Sabha Elections.
In 2019 and… pic.twitter.com/EZmmJ2tR2B— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 25, 2024
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, 'নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমার জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস অফিসারদের একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকা ভারতের নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। যাতে লোকসভা নির্বাচনের সময় ওই অফিসারদের অন্যান্য রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। ২০১৯ এবং ২০২১ সালে, নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে কিছু অফিসারকে অপসারণের পর এই অফিসারদের ওপর শৃঙ্খলাভঙ্গ রুখতে দায়িত্ব দিয়েছিল। গত দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তাঁরা অনেক প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি সেই কারণে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা তালিকাটি দয়া করে প্রত্যাখ্যান করা হোক। কারণ, যখন পরিস্থিতি অনুযায়ী কমিশনের প্রয়োজন পড়বে, এই অফিসাররা রাজ্যে উপস্থিত থাকবেন না।'
আরও পড়ুন- দুপুরে তাড়া, সন্ধ্যায় ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে সন্দেশখালির অজিত মাইতিকে উদ্ধার পুলিশের
রাজ্যের বিরোধী দলনেতা, এই অফিসারদের তালিকাও তাঁর পোস্টে প্রকাশ করে দিয়েছেন। এই সব অফিসাররা হলেন- ড. রাজেশ কুমার, আইপিএস, সদস্য সচিব, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ডিজি পদমর্যাদার; কে. জয়রামন, আইপিএস- এডিজি এবং আইজি (হে়ডকোয়ার্টাস), পশ্চিমবঙ্গ; দেবব্রত দাস, আইপিএস, আইজিপি, রেলওয়ে, ডব্লিউবি; মিতেশ জৈন, আইপিএস, আইজিপি, কোস্টাল সিকিউরিটি, ডব্লিউবি; সিসরাম ঝাঝারিয়া, আইপিএস, আইজিপি, বাঁকুড়া রেঞ্জ; সুকেশকুমার জৈন, আইপিএস, আইজিপি, ট্রাফিক, ডব্লিউবি; নীলাদ্রি চক্রবর্তী, আইপিএস, এডিজি, ফায়ার সার্ভিসেস, ডব্লিউবি আইজিপি পদমর্যাদার; উৎপল কুমার নস্কর, আইপিএস, সিভিল ডিফেন্স কন্ট্রোলার, ডিআইজি পদমর্যাদার, পশ্চিমবঙ্গ; অর্ণব ঘোষ, আইপিএস, ডিআইজি, হোম গার্ড, ডব্লিউবি; জয় বিশ্বাস, আইপিএস, ডিআইজি, প্রভিশনিং, ডব্লিউবি; সুনীল কুমার যাদব, আইপিএস, ডিআইজি, কোস্টাল সিকিউরিটি, ডব্লিউবি; রাঠোর অমিতকুমার ভারত, আইপিএস, ডিআইজি, ট্রাফিক ও রোড সেফটি, ডব্লিউবি; নগেন্দ্রনাথ ত্রিপাঠি, আইপিএস, ওএসডি, ডব্লিউবিপিডি, ডিআইজি পদমর্যাদার; অজিত সিং যাদব, আইপিএস, এসপি, ডব্লিউবি, বন সুরক্ষা, অর্থনৈতিক অপরাধ; পিনাকীরঞ্জন দাস, আইপিএস, এসপি, ডব্লিউবিএইচআরসি; অজেয় মুকুন্দ রানাডে, আইপিএস, এডিজি, আইজিপি (এ), ডব্লিউবি।