scorecardresearch

কলকাতা বিমানবন্দরে মুখোমুখি শুভেন্দু-কল্যাণ, তার পর যা হল চোখ কপালে ওঠার জোগাড়

প্রবল যুযুধান দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি দেখা।

suvendu adhikari meet with kalyan banrjeee at kolkata airport
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা কল্যাণ ব্যানার্জির।

প্রবল যুযুধান দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি দেখা। রবিবার কলকাতা বিমানবন্দরে মুখোমুখি সাক্ষাৎ হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আগে থেকেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে গাড়ি থেকে নেমে লাউঞ্জে ঢুকতেই কল্যাণকে সামনে দেখতে পান শুভেন্দু। দু’জনেই ত্রিপুরায় বিধানসভা ভোটের প্রচারে যাচ্ছিলেন।

কলকাতা বিমাবন্দরে মুখোমুখি দেখা হল শুভেন্দু অধিকারী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সকালে ভোটের প্রচারের উদ্দেশে ত্রিপুরা যাচ্ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ত্রিপুরা যাচ্ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন- ‘এতদিনে পারেননি, এবার ডাবল ইঞ্জিনের সরকার বাংলায়’, কোন ছকে ‘বদল’ চান নাড্ডা?

বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখে শুভেন্দু অধিকারী তাঁকে হাতজোড় করে নমস্কার জানান। পাল্টা সৌজন্যের রাজনীতি দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তবে এদিন দুই রাজনীতিকের মধ্যে কোনও কথা হয়নি।

আরও পড়ুন- ‘জেলে বসেই বিকাশদার সঙ্গে ফোনে কথা কেষ্টদার’, তোলপাড় ফেলা মন্তব্য কাজল শেখের

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানিয়ে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তবে রাজ্য রাজনীতিতে যুযুধান দুই প্রতিপক্ষের এই সৌজন্য সাক্ষাতপর্ব কিন্তু দারুণ উপভোগ করেছেন এদিন বিমানবন্দরে থাকা অন্যরা। বিমানবন্দরের লাউঞ্জে হঠাত দুই রাজনীতিকের সামনাসামনি দেখা হওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও কথা হবে। উপস্থিত সাংবাদিকরাও তক্কে তক্কে ছিলেন, ঘটনা চাক্ষুস করার। কিন্তু কোনও কথা হল না। শুধু সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Suvendu adhikari meet with kalyan banrjeee at kolkata airport