/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Suvendu-Adhikari-Bangladesh.jpg)
Suvendu Adhikari: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর।
Suvendu Adhikari meets with Amit Shah & Jp Nadda: অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের পতনের পরেও অগ্নিগর্ভ পরিস্থিতি ওপার বাংলায়। ঠিক এই আবহে মঙ্গলবার সকালে দিল্লিতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দলের কিছু কাজ নিয়ে আলোচনা হয়েছে তাঁর। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
শাহের সঙ্গে কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "অমিত শাহ সিকিউরিটি কাউন্সিলের সদস্য। তাঁকে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের কোনও ক্ষতি না হয় সেটা দেখতে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন।" এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, "একদিন আমার মা নিজেও বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। তাই সেই যন্ত্রণাটা আমার ভিতরেও রয়েছে।"
আরও পড়ুন- Sheikh Hasina: কোন সহজ কাজেই ব্রিটেনে আশ্রয় পেতেন শেখ হাসিনা? স্পষ্ট করল সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ধরে শাসন চালানোর পর গতকালই প্রধানমন্ত্রীর পর থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন জানিয়েছেন মুজিব-কন্যা। তাঁর সেই আবেদন এখনও মঞ্জুর করেনি ব্রিটেনের সরকার।
এই মুহূর্তে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। গতকাল বাংলাদেশ থেকে গাজিয়াবাদে এয়ারবেসে এসে নামে শেখ হাসিনার কপ্টার। সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আপাতত দিল্লিতে সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে।