Advertisment

Suvendu Adhikari On Sandeshkhali Viral Video: সন্দেশখালির ভাইরাল ভিডিও: কেন গঙ্গাধরের মুখে তাঁর নাম? মুখ খুললেন শুভেন্দু

BJP: এর আগে এক্স বার্তায় এই ইস্যুতে দাবি করেছিলেন যে, 'ভোটে হারবেন বুঝেই এ সব করিয়েছেন।' তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari on Sandeshkhali viral video , শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জী সন্দেশখালি ভাইরাল ভিডিও বিজেপি গঙ্গাধর কয়াল

Lok Sabha Election 2024: কী বললেন বিরোধী দলনেতা?

Sandeshkhali Viral Video: সন্দেশখালির ঘটনা নাকি তাঁর মদতেই হয়েছে। সন্দেশখালি সম্পর্কিত ভাইরাল ভিডিওতে সেই দাবিই শোনা গিয়েছে (সেই ভিডিও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যাচাই করেনি) বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মুখ থেকে। এরপরই সরব হয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল 'সেনাপতি'র সাংবাদিক বৈঠকের পরই এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যে বিরোধী দলনেতা। দাবি করলেন, সিবিআইয়ের ডিরেক্টরকে ই-মেল করে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তাঁর বক্তব্যের 'বিকৃত' ভিডিও অভিযোগ আকারে পাঠিয়েছেন। একই সঙ্গে তাঁর দাবি, ইতিমধ্যেই সন্দেশখালি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন গঙ্গাধর।

Advertisment

ভাইরাল ভিডিওতে বিজেপি নেতার মুখে একাধিকবার শোনা গিয়েছে শুভেন্দুর নাম। এ প্রসঙ্গে শুভেন্দুর দাবি, 'এই সব কিছু কয়লা ভাইপোর তৈরি।' অর্থাৎ শুভেন্দুর নিশানায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগে এক্স বার্তায় এই ইস্যুতে দাবি করেছিলেন যে, 'ভোটে হারবেন বুঝেই এ সব করিয়েছেন।' তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Abhishek Banerjee On Sandeshkhali Viral Video: নারদ কায়দায় এবার ভিডিও দেখিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের, সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গে বললেন…

শনিবার সকালে স্টিং অপরেশনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োতে বিজেপির সন্দেশখালির ২ নং মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে, সন্দেশখালিতে 'ধর্ষণের অভিযোগ সাজানো’। এ নিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। শুভেন্দু সেই আক্রমণ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ভিডিয়োটি 'বিকৃত'।

আরও পড়ুন- Sandeshkhali Viral Video: সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাংলা, এবার মুখ খুললেন বিজেপির সেই মণ্ডল সভাপতি

গঙ্গাধরের দাবি ওই ভিডিও 'বিকৃত'। ভিডিওয় তাঁর ছবি এবং কথার মধ্যে কোনও মিল নেই। ভিডিয়োয় বক্তার মুখও স্পষ্ট নয়। এমন ভাবে ভিডিয়োটি এডিট করা হয়েছে, যাতে তা বোঝা না যায়। ভিডিও থেকে বক্তার ঠোঁটের নড়াচড়াও স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না বলেই দাবি গঙ্গাধরের। ভিডিয়োর শব্দ স্পষ্ট নয়। ইচ্ছাকৃত ‘অসাধু’ উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ গঙ্গাধরের।

Mamata Banerjee abhishek banerjee Suvendu Adhikari Sandeshkhali sandeshkali ed
Advertisment