কসবার ল' কলেজে গণধর্ষণ ঘিরে এখনও সরগরম রাজ্য রাজনীতি। কসবার ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Perspective, তিনি এবার 'ভাইপো গ্যাং'-এর ছবি প্রকাশ্যে আনবেন। এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে 'ভাইপো গ্যাং'-এর ৫০ জনের ছবি প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী একটি বড় আকারের বোর্ডে কিছু ছবি দেখিয়ে দাবি করেছেন, এটা ভাইপো গ্যাং'। ৫০ জনের ছবি দেখিয়েছেন তিনি। তবে তার দাবি তিনি চাইলে, সাড়ে ৯০০ জনের ছবি প্রকাশ করতে পারেন। তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী এদিন জানান, TMCP মানে আসলে Trinamool Malfeasance College Premises.
এরই পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 'ভাইপো গ্যাং'-এর সংজ্ঞাটাও ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের কলেজে কলেজে রীতিমতো গুন্ডাগিরি চালায় ভাইপো গ্যাং'।কলেজের ভবন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে টেন্ডারের কাজ কিংবা কলেজের কোন অনুষ্ঠানে খাবার নির্বাচন সবই এই নিয়ন্ত্রণ করে এই 'ভাইপো গ্যাং'।
কলেজে ভর্তির নামে টাকা তোলা থেকে শুরু করে স্টুডেন্টস ইউনিয়নের ফান্ডের টাকাও আত্মসাৎ-এর অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। তার আরও অভিযোগ, বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন রুম রাত অবধি খোলা থাকে। এমনকি শনি রবিবারেও খোলা থাকে। সেখানে এই ভাইপো গ্যাং' যা ইচ্ছা তাই করে।