Advertisment

Sandeshkhali Unrest: সন্দেশখালিতে ১৪৪ ধারায় স্থগিতাদেশ! কোন কোন শর্তে যাচ্ছেন শুভেন্দুরা?

Sandeshkhali Calcutta High Court: সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই কারণ দেখিয়ে গত সোমবারে পর গত বৃহস্পতিবারও শুভেন্দুকে সন্দেশখালি যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
ssuvendu adhikari sandeshkhali calcutta high court updates , সন্দেশখালি ধারা ১৪৪ শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Suvendu Adhikari Sandeshkhali: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী সাত দিনের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি, বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ারও অনুমতি দিয়েছেন।

Advertisment

কী কী শর্ত মানতে হবে শুভেন্দু অধিকারীকে?

  • সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা।
  • কোনও প্ররোচনা দিতে পারবেন না বিরোধী দলনেতা।
  • শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশই।
  • নির্দেশ দেওয়া পরই তিন ঘণ্টার মধ্যে পুলিশকে শুভেন্দু অধিকারীকে রুট জানাতে হবে।

রাজ্যকে বিচারপতির হুঁশিয়ারি যে, আপাতত ওইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে সেই সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে।

আরও পড়ুন- Mamata Banerjee: বাংলায় আধারের বিকল্প কি? বিভ্রান্তির মধ্যেই বড় ঘোষণা মমতার

আরও পড়ুন- Sandeshkhali Incident: বিরাট স্বস্তিতে মমতা প্রশানের পাঁচ কর্তা, কী নির্দেশ শীর্ষ আদালতের?

হাইকোর্টের নির্দেশের পরই বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সকালেই বিধায়কদের একটি প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালি যাবেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- Sandeshkhali Unrest: অশান্ত সন্দেশখালি, জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

গত ১২ ফেব্রুয়ারি বিরোধী দলনেতা সন্দেশখলি যেতে চাইলেও তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই সন্দেশখালিতে ঢুকতে চেয়ে মামলা করেন বিরোধী দলনেতা। বিধায়কদের নিয়ে রামপুরে রাস্তার উপরেই বসে পড়েন শুভেন্দু। পরে ফিরে আসেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুভেন্দুর আইনজীবীর দাবি করেন, হাইকোর্টের নির্দেশ ছিল, সন্দেশখলির মধ্যে নির্দিষ্ট এলাকায় জরুরি পরিস্থিতি বিচার করে ১৪৪ ধারা জারি করতে হবে। কিন্তু পুলিশ সেই নির্দেশ অমান্য করে সন্দেশখালির বাইরের এলাকাতেও ১৪৪ ধারা জারি করে শুভেন্দু অধিকারীকে আটকে দিয়েছে।

Mamata Government sandeshkali ed Suvendu Adhikari bjp Sandeshkhali
Advertisment