Advertisment

Suvendu Adhikari: যুক্তি শুনে হতভম্ব বিচারপতি! শুভেন্দুর দায়ের করা মামলায় বিপাকে রাজ্য সরকার

ভোটপরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে তৃণমূলের ধর্ণা স্থানকেই কেন বেছে নেওয়া হল সেই প্রশ্নও এদিন জানতে চায় আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari in Calcutta High Court: ভোটপরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আজ বুধবার, হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীর আইনজীবীর কাছে বিকল্প জায়গার সন্ধান চান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, গত বছর অক্টোবরে শাসকদলে ১৪৪ ধারা অমান্য করে রাজভবনের সামনে ধর্ণায় বসে। তার পাল্টাই কী সেই স্থানকে বেছে নিয়েছেন বিরোধী দলনেতা? পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ শাসকদল সেখানে কর্মসূচী করেছেন বলে আপনারাও সেখানেই কর্মসূচী পালন করবেন এটা কোন যুক্তি হতে পারে না'।

Advertisment

ভোটপরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে তৃণমূলের ধর্ণা স্থানকেই কেন বেছে নেওয়া হল সেই প্রশ্নও এদিন জানতে চায় আদালত। শুভেন্দুর করা আবেদনের পরিপ্রেক্ষিপ্তে গত অক্টোবরে ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে যারা তৃণমূলের ধর্ণা অবস্থানে সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে শুক্রবারের মধ্যে রাজ্যসরকারকে জবাব দাখিল করতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। ২১ জুন এই মামলার পরবর্তী শুনানি।

এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। একই সঙ্গে গত অক্টোবরে তৃণমূলের রাজভবনের সামনে ধর্ণার প্রসঙ্গ টেনে এনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন তিনি।

আরও পড়ুন : < Chennai BMW Hit and Run Case: ফুটপাতে ঘুমানোই কাল! সাংসদ-কন্যার গাড়ির চাকায় পিষ্ট যুবক, জামিন পেতেই তুলকালাম >

ভোট মিটতেই জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। ঘর ছাড়া বহু বিজেপি কর্মী। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বহু বিজেপির কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সামনে এসেছে। আর এই ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেছেন, 'মধ্যযুগীয় বর্বরতা চলছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। বিজেপি সমর্থক হকারদের তুলে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের দোকানে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে'।

বিরোধীদের ওপর হামলার অভিযোগের কথা তুলে ধরে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করে সি ভি আনন্দ বোসকে চিঠিও লিখেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে তিনি ২১-এর প্রসঙ্গ টেনে ২৪-এর হিংসা রোধে বাহিনীকে সঠিক ভাবে কাজে লাগানো হচ্ছে না বলেও অভিযোগ তোলেন।

highcourt Suvendu Adhikari Post Poll Violence in Bengal
Advertisment