ফের SIR এর পক্ষে সওয়াল করে রাজ্যের শাসকদলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে যে বা যারা বসবাস করছেন তাঁদের বেনজির হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এরই পাশাপাশি BLO-দের সুরক্ষা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "BLO-রা তৃণমূল-BJP কোনও দলের কথা শুনবেন না। শুধু নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারে ৫২ জন BLO অবৈধ কাজ করেছিল বলে জেলে গিয়েছিল। এই অবস্থা যেন আপনাদের না হয়। BLO-দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশি মুসলমানদের নাম ভেটাার তালিকায় থাকবে না।"
আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি
তিনি আরও বলেন, "এসআইআর নতুন নয়, স্বাধীনতার পর ৮ বার হয়েছে। শেষে ২০০২ সালে হয়েছে। ২০০৩ সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে। ভারতীয়দের কোনও সমস্যা নেই। কিছু হলে নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশনের হাতে সাংবিধানিক ক্ষমতা আছে।"
আরও পড়ুন-Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে
এরপরেই শুভেন্দুর হুঁশিয়ারি, "বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। পালাও! এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী দু'তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহ যা বলেছেন তাই হবে।"
আরও পড়ুন-LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম
Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর
SIR Controvery:এসআইআর ইস্যুতে বিএলও-দের সুরক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি অবৈধভাবে এদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়েও চাঁচাছোলা হুঁশিয়ারি BJP নেতার।
SIR Controvery:এসআইআর ইস্যুতে বিএলও-দের সুরক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি অবৈধভাবে এদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়েও চাঁচাছোলা হুঁশিয়ারি BJP নেতার।
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফের SIR এর পক্ষে সওয়াল করে রাজ্যের শাসকদলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে যে বা যারা বসবাস করছেন তাঁদের বেনজির হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এরই পাশাপাশি BLO-দের সুরক্ষা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "BLO-রা তৃণমূল-BJP কোনও দলের কথা শুনবেন না। শুধু নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারে ৫২ জন BLO অবৈধ কাজ করেছিল বলে জেলে গিয়েছিল। এই অবস্থা যেন আপনাদের না হয়। BLO-দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশি মুসলমানদের নাম ভেটাার তালিকায় থাকবে না।"
আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি
তিনি আরও বলেন, "এসআইআর নতুন নয়, স্বাধীনতার পর ৮ বার হয়েছে। শেষে ২০০২ সালে হয়েছে। ২০০৩ সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে। ভারতীয়দের কোনও সমস্যা নেই। কিছু হলে নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশনের হাতে সাংবিধানিক ক্ষমতা আছে।"
আরও পড়ুন-Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে
এরপরেই শুভেন্দুর হুঁশিয়ারি, "বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। পালাও! এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী দু'তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহ যা বলেছেন তাই হবে।"
আরও পড়ুন-LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম