অনুব্রতকে বেনজির আক্রমণ শুভেন্দুর। ''ওকে তো ব্যাগ গোছানোরও সময় দেওয়া উচিত নয়। এক কাপড়ে তুলে নিয়ে যাওয়া উচিত।'' মঙ্গলবার তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এবার শুভেন্দু অধিকারীর নিশানায় অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকাল ১১টার মধ্যে অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে। এর আগে নবম বারের তলবেও গরহাজির ছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় তৃণমূলের এই দোর্দণ্ডডপ্রতাপ নেতার বারবার সিবিআই ডাক ফেরানো নিয়ে এবার সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
অনুব্রতকে নিশানা করে তিনি এদিন বলেন, ''এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোক আটবার ডাকার পরেও যায়নি। চার্জশিটে নাম উল্লেখ করেছে। তাঁকে ব্যাগ গোছানোরও সময় দেওয়া উচিত নয়। এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত।''
অনুব্রত মণ্ডলকে নিশানা করার পাশাপাশি এদিন শুভেন্দুর রোষানল থেকে বাদ যাননি মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, ''চিকিৎসকরা ভয় পেয়েছেন। মমতা ব্যানার্জির কথা কেউ শুনছেন না। সাতজন চিকিৎসকের মধ্যে তিনজন মমতা ব্যানার্জির কথা শুনেছেন। চারজন চিকিৎসক মেরুদণ্ড সোজা রেখে বলে দিয়েছেন মিথ্যা কথা লিখতে পারব না। মমতা ব্যানার্জি আর সবাইকে দিয়ে মিথ্যা কথা লেখাতে পারবেন না।''
আরও পড়ুন- কড়া CBI নজরে অনুব্রত, বোলপুরের বাড়ি গিয়ে নোটিস, আগামিকালই তলব
সোমবার গরু পাচার মামলায় সিবিআই তলব করলেও যাননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর ভর্তির প্রয়োজন নেই। বরং তৃণমূল নেতার ক্রনিক যা সমস্যা রয়েছে তা বাড়িতে থেকেই চিকিৎসা সম্ভব বলে জানান তাঁরা। শেষমেশ চিনার পার্কের ফ্ল্যাট হয়ে অনুব্রত মণ্ডল গতকাল সন্ধেতেই বোলপুরের উদ্দেশে রওনা দেন।
এদিকে, অনুব্রত মণ্ডল চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরনোর পরপরই সেখানে যান সিবিআই কর্মীরা। তাঁকে তলবি নোটিশ পাঠাতে গিয়ে ফ্ল্যাট বন্ধ থাকার কারণে ফিরে আসেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, ইমেল করে আবারও বুধবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।