Advertisment

সরকার ওল্টাচ্ছে ডিসেম্বরেই? শাসককে ধুয়ে দিয়ে এতদিনে স্পষ্ট উত্তর শুভেন্দুর

ডিসেম্বরেই রাজ্যে বড়সড় চমক দিতে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি?

author-image
IE Bangla Web Desk
New Update
Concerned about BJP's December deadline, Mamata Banerjee directs police to be vigilant

বিজেপির ডিসেম্বর হুঁশিয়ারি নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিসেম্বরেই রাজ্যে বড়সড় চমক দিতে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি? বিষয়টি স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমরা কখনই বলিনি যে বিজেপি ভোটে না-জিতে ৭০ জন বিধায়ক নিয়ে সরকারে বসবে। তবে এই সরকার অভাগার সরকারে পরিণত হয়েছে, এটা স্পষ্ট।' রবিবার তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে এই মন্তব্যই করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Advertisment

গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতাদের একাংশের মুখে 'ডিসেম্বর ডেটলাইন'-এর কথা শোনা যাচ্ছিল। এমনকী, ডিসেম্বরে রাজ্যে সরকার পড়ে যাবে বলেও একাধিকবার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে পদ্ম নেতাদের। খোদ শুভেন্দু অধিকারীও ডিসেম্বরে রাজ্যে সরকারের 'স্বাভাবিক' পতনের হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও বিষয়টিতে আমল দিতে চাননি শাসকদলের নেতারা। তবে এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত তত্ব খাড়া করতে শোনা গিয়েছে শাসকদলের অনেক নেতাকেই।

আরও পড়ুন- ‘সম্মানটাই সব, ওটা গেলে ফিরে আসে না’, বিচারব্যবস্থায় আস্থা রেখেই বললেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন সভা-মিছিলে আগামী ডিসেম্বর মাসে রাজ্যে সরকারের পতন হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখা সেই শুভেন্দুই রবিবার বললেন 'অন্য কথা'। ডিসেম্বরেই কি তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের পতন অনিবার্য? এই প্রশ্নের উত্তরে এদিন স্ট্রেট ব্যাটেই খেলেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, 'আমরা কখনই বলিনি যে বিজেপি ভোটে না-জিতে ৭০ জন বিধায়ক নিয়ে গিয়ে সরকারে বসবে। বেকার যুবক-যুবতীদের মাঝরাতে তুলতে সরকারকে ১৪৪ ধারার জন্য কোর্টে যেতে হচ্ছে। আইন প্রয়োগ করতে পারছে না, কোর্টে যাচ্ছে। এই সরকার তো কার্যত অভাগার সরকার হয়ে গিয়েছে।'

আরও পড়ুন- নৈহাটিতে গুলিবিদ্ধ ‘তৃণমূলকর্মী’র মৃত্যু, ‘শাসকের দ্বন্দ্বেই অশান্তি’ তোপ দিলীপের

এরই পাশাপাশি এদিন ফের একবার শুভেন্দুর মুখে রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধের আশঙ্কার কথাও শোনা গিয়েছে। আগামী বছরের শুরু থেকেই রাজ্যের সরকারি কর্মীদের বেতনের ক্ষেত্রে প্রকট সমস্যা তৈরির আরও একবার আশঙ্কা প্রকাশ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'সরকার ১০ হাজার কোটি টাকা পরিকাঠামোগত ঋণ চাইছে। তার কারণ হচ্ছে ডিসেম্বরের বেতন যা ১ জানুয়ারিতে হওয়ার কথা, সেটা হবে না। নভেম্বর পর্যন্ত বেতন আছে। নভেম্বরের পরে বেতন নেই।'

Suvendu Adhikari Mamata Banerjee bjp tmc
Advertisment