এবার পুজোর বোনাসের বৈষম্য নিয়ে রাজ্য সরকারকে দুষলেন বিরোধী দলনেতা। সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসে ভেদাভেদ নিয়ে রাজ্যকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। "এটা কেমন বিচার?
দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট?", রাজ্যের সমালোচনায় এক্স হ্যান্ডেলে সোচ্চার বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে কী লিখেছেন বিরোধী দলনেতা?
"পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে। এটা কেমন বিচার? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট? কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না।"
শুধু সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৈষম্য নিয়েই নয়, দুর্গাপুজোর উদ্বোধন নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। এবার মহালয়ার আগেই বেশ কিছুর পুজোর উদ্বোধন সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে কলকাতা ও জেলার বেশ কিছু দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- এবারের একাদশীতেই সামনের বারের পুজোর উদ্বোধন? ঠিক কী বলতে চাইলেন শুভেন্দু?
ফেসবুক পোস্টে কটাক্ষের সুরে শুভেন্দু লিখেছেন, “আচ্ছা! কি ভালো হয় না, যদি আগামী বছরের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন মাননীয়া এই বছরই একাদশীর দিন ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলেন। মানে গত কয়েক বছরে যেভাবে উদ্বোধনের দিন এগোতে এগোতে পিতৃপক্ষের অবসান ঘটার আগেই অসম্পূর্ণ প্যান্ডেলে ও নির্মীয়মাণ পুজো মণ্ডপের মধ্যেই led স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ফাঁকা প্যান্ডেলেও নিশ্চই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে কারোর আপত্তি থাকবে না।”
আরও পড়ুন- পুজোয় দিঘা? আগে সাবধান হন! কাছের সি-বিচে ঘুরছে প্রকাণ্ড কুমির