দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। এবার মহালয়ার আগেই বেজে গিয়েছে আগমনীর সুর। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে কলকাতা ও জেলার বেশ কিছু দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারপরনাই সমালোচনায় সোচ্চার শুভেন্দু অধিকারী। তুমুল কটাক্ষে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে ফেসবুকে কী লিখেছেন শুভেন্দু অধিকারী?
"আচ্ছা! কি ভালো হয় না, যদি আগামী বছরের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন মাননীয়া এই বছরই একাদশীর দিন ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলেন। মানে গত কয়েক বছরে যেভাবে উদ্বোধনের দিন এগোতে এগোতে পিতৃপক্ষের অবসান ঘটার আগেই অসম্পূর্ণ প্যান্ডেলে ও নির্মীয়মাণ পুজো মণ্ডপের মধ্যেই led স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ফাঁকা প্যান্ডেলেও নিশ্চই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে কারোর আপত্তি থাকবে না।"
শুভেন্দুর আরও কটাক্ষ, "এর ফলে দুটো বিষয় নিশ্চিত হবে:- ক) একাদশীর দিন দুর্গা পুজোর উদ্বোধন করলে মাননীয়ার চেয়ে আগে ভুলবশতও কেউ উদ্বোধন করে ফেলতে পারবে না। খ) গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মাননীয়ার নাম চিরতরের জন্যে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে, সব থেকে আগে দুর্গা পুজোর উদ্বোধন করার জন্য।"
উল্লেখ্য, পায়ের সমস্যায় কাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর থেকে ফেরার পরপরই কার্যত ঘরবন্দি রাজ্যের প্রশাসনিক প্রধান। গত একমাসে একবারও নবান্নে যাননি মুখ্যমন্ত্রী। গত প্রায় তিন সপ্তাহ ধরে ঘরবন্দিই রয়েছেন তিনি। যা গত ১২ বছরে রেকর্ড। জাতীয় ও রাজ্য রাজনীতি নিয়ে এক্স হ্যান্ডলে একটি-দুটি পোস্ট করলেও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন- এপুজোয় আসতেন লর্ড ক্যানিং, মা দুর্গার আবাহনে জমিদার বাড়িতে তুঙ্গে তোড়জোড়
পায়ের চোটের কারণেই কালীঘাটের বাড়িতে রয়েছেন ‘দিদি’। বৃহস্পতিবার তাঁর কালীঘাটের বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষের পরেই কলকাতা ও জেলার বেশ কয়েকটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগের চেয়ে তাঁর শারীরিক পরিস্থিতি ভালো আছে। তবে পায়ের সমস্যা এখনও রয়ে গিয়েছে। বেশি হাঁটাহাঁটিতে সমস্যা প্রকট হতে পারে। সেই কারণেই সশরীরে পুজোর উদ্বোধনে যেতে পারেনিনি তিনি। রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।