Advertisment

Suvendu Adhikari: 'সপ্তাহের শুরুর বোমাতে বেসামাল হবে তৃণমূল', বড় হুঁশিয়ারি শুভেন্দু!

BJP VS TMC: এবার তারিখ বলেননি, তবে সময়ের উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। আদৌ কিছু হবে? সেদিকেই এখন নজর রাজনীতিমনস্ক বঙ্গবাসীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari on Sandeshkhali viral video , শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জী সন্দেশখালি ভাইরাল ভিডিও বিজেপি গঙ্গাধর কয়াল

Lok Sabha Election 2024: কী বললেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari Threatened TMC: তারিখ ধরে আক্রমণ শানিয়ে বেশ কয়েকবার এর আগে তৃণমূলকে হুঁশিয়ারি শানিয়েছিলেন বিরোধী দলনেতা। সময় পেরিয়েছে। কাজের কাজ হয়নি। ভোট আবহে ফের একবার সময় বলে দিয়ে জোড়-ফুল শিবিরকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি জানিয়ে দিলেন, আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে, তাতে তৃণমূল বেসামাল হয়ে যাবে।

Advertisment

শনিবার দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন সেই সভা থেকেই বিস্ফোরক মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা। বলেন, 'কাল রবিবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন। আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। তৃণমূল কূলকিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। আপনারা অপেক্ষা করুন।'

ঠিক কোন 'বোমা' ফাটানোর কথা বলতে চেয়েছেন শুভেন্দু? তা অবশ্য স্পষ্ট করেননি বিরোধী দলনেতা।

আরও পড়ুন- Heatwave Alert In Bengal: তীব্র তাপপ্রবাহে রবিবার থেকে জ্বলে পুড়ে খাক হবে ৬ জেলা! জারি লাল সতর্কতা

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'তৃণমূল বেসামাল হওয়ার কোনও জায়গায় নেই। বিজেপি বেসামাল হয়ে আছে। এক দিকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং লক্ষ্মীর ভাণ্ডারের এর ভিত্তিতেই ভোট হচ্ছে।'

রাজ্য রাজনীতিতে বছর দু'য়েক আগেই ‘তারিখের রাজনীতি’র সূচনা করেছিলেন শুভেন্দু অধিকারী। ২০২২ সালের ডিসেম্বরে মোট তিনটি তারিখ দিয়েছিলেন বিরোধী দলনেতা (১২, ১৪ এবং ২১ ডিসেম্বর)। পশ্চিমবঙ্গে বড় কিছু ঘটার ইঙ্গিত দেন নন্দীগ্রামের বিধায়ক। যা নিয়ে তাঁর দলের মধ্যেও কৌতূহল তৈরি হয়। কিন্তু রাজনীতিতে তেমন কিছু ঘটেনি। উল্টে ফাঁকা আওয়াজ হওয়ায় বঙ্গ বিজেপির অনেকেই বিরোধী দলনেতার সেই হুঁশিয়ারিতে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এবার কী হবে, সেদিকেই এখন নজর রাজনীতিমনস্ক বঙ্গবাসীর।

tmc bjp Mamata Banerjee abhishek banerjee Suvendu Adhikari loksabha election 2024
Advertisment