Advertisment

বিস্ফোরক শুভেন্দু! মঙ্গলবারই মমতার বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতি ফাঁসের হুঙ্কার

কী বলছে তৃণমূল?

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari warns Mamata Govt about ST OBC fake certificate corruption in Bengal , তারিখ উল্লেখ করে মমতা সরকারের বিরুদ্ধে এসটি ওবিসি শংসাপত্র দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়ে জানান যে, আগামী মঙ্গলবারই সেই দুর্নীতি ফাঁস করবেন!

Advertisment

কোন দুর্নীতির অভিযোগ?

পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করে বিজেপি। কলেজ স্ট্রিটে মিছিলের শুরুতে মঞ্চে দাঁড়িয়ে এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আইন বিরুদ্ধেভাবে আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির সঙ্গে রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবল-ও জড়িত বলে দাবি বিরোধী দলনেতার।

গতকাল (18.07. 2023) বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক ছিল। বিরোধী জোটের নাম রাখা হয় 'ইন্ডিয়া'। সেই জোটের নেতৃত্বকে এদিন আক্রমণ করেন শুভেন্দু। তাঁর তোপ, 'সব দুর্নীতিপরায়ণ নেতারা এক হয়েছেন।' এ কথা বলেই শুভেন্দু আই-প্যাকের টেন্ডার পাওয়ার প্রসঙ্গ তোলেন।

publive-image
বিজেপি-র মহা মিছিলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। ছবি পার্থ পাল

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ভোট লুঠ করতে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল। ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুঠ করেছে তৃণমূল। আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্য ফাঁস করব।' এ ব্যাপারে আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি তথ্য ও প্রমাণ প্রকাশ করবেন বলেও কলেজ স্ট্রিটের মঞ্চে দাবি করেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- ২১ জুলাই: পাল্টা তুলকালাম কর্মসূচির ডাক বিজেপির

গত সোমবার বিধানসভা ভবনের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, তিন দিনের মধ্যে তিনি সিবিআই ও ইডি দফতরে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে চিটফান্ড কাণ্ডে জড়িত ছিলেন তা নিয়ে তথ্য ও প্রমাণ কেন্দ্রীয় এজেন্সিকে দেবেন। আর তার ৪৮ ধন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ই খোদ দুর্নীতির সঙ্গে জড়িত বলে শোরগোল ফেললেন নন্দীগ্রামের বিধায়ক।

গত লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপের পর রাজ্যের শাসক দলের প্রচার কৌশল নির্ধারণের দায়িত্ব নিয়েছিল আইপ্যাক। এই সংস্থার অন্যতম মুখ ভোট কৌশলী প্রশান্ত কিশোর। যদিও প্রশান্ত কিশোর দাবি করেন আইপ্যাকের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। আইপ্যাক তৃণমূলের প্রচারের দায়িত্ব নেওয়ার পরই বাংলার বিরোধী দলগুলো সমালোচনা করেছিল। অনেকেই দাবি করতে থাকেন যে, আইপ্যাককে তৃণমূল প্রাচরের কাজ করার জন্য চারশ কোটি টাকা দিয়েছে। তবে সেই সব দাবির সমর্থনে কেউ কোনও তথ্য, প্রমাণ পেশ করেনি। শুভেন্দুর অবশ্য দাবি করেছেন, টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত আইপ্যাক, সেই দুর্নীতির তথ্য, প্রমাণ তাঁর কাছে রয়েছে।

এদিনের হুমকি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দুর উচিত সিবিআই দফতরে একটি ভিডিও ফুটেজ নিয়ে যাওয়া। যে ফুটেজে দেখা গিয়েছিল উনি কাগজে মুড়ে ঘুষ নিচ্ছেন।'

Prashant Kishore Mamata Government Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment