জগদীপ ধনকড় ইস্তফা দেওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে লা গণেশনকে। মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলার বাড়তি দায়িত্ব সঁপেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বাংলার নবনিযুক্ত রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোট প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। স্বাভাবিকভাবেই বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে।
ধনকড় দায়িত্ব ছাড়ায় অস্থায়ীভাবে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। তাঁকে স্বাগত জানিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- বাংলার ইতিহাসে বেনজির ঘটনা, ৬৯ জন বিধায়ককে হোটেলে রাখল বিজেপি
টুইটে শুভেন্দু লিখেছেন, ''পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশন জিকে অভিনন্দন। বিরোধী দলনেতা হিসেবে আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই স্যার। আপনাকে আমার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিতে চাই।''