Nabanna Abhijan-Suvendu Adhikari: নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে আইনি এবং আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন অংশে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে এমনকী দলকামান ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তবে নবান্ন অভিযানের আগেই চার ছাত্র নেতাকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ছাত্র সমাজের এই চার নেতাকে আইনি সাহায্য দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তাঁদের ছাড়াতে যাবতীয় তৎপরতা তিনি নেবেন বলে জানিয়ে দিয়েছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। নবান্ন অভিযানের আহ্বায়ক ওই চারজন।
পুলিশ আগেই নবান্ন অভিযান নিয়ে সতর্ক ছিল। এমনকী এই অভিযানের পিছনে ষড়যন্ত্র ছিল বলে পুলিশ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিল। এরপর চার ছাত্র নেতাকে পুলিশ গ্রেফতার করে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়।
মিছিল থামাতে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
এবার নবান্ন অভিযানের ডাক দেওয়া ধৃতদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেছেন, " অন্ততপক্ষে ১০০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওদের আমি ছাড়াবো। তার জন্য যা খরচ হবে সেটা সবটাই আমরা বহন করব।" উল্লেখ্য, নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছিতে, একই ছবি ধরা পড়ে হাওড়া ব্রিজেও।
পাকওড়াও এক আন্দোলনকারী। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের শুরুতেই মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছি-হাওড়ায়। আগে থেকেই রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। এদিন সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোনর চেষ্টা শুরু হতেই পাল্টা বাধা বিশাল সংখ্যক পুলিশবাহিনীর। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। জলকামান ব্যাবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের।