/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/mamata-suvendu.jpg)
TMC VS BJP: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari's Complains About Bonus Discrimination Against Mamata GOVT: বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব তৃণমূল। এবার সেই বিভাজনের রাজনীতির অভিযোগ উঠল মমতা প্রশানের বিরুদ্ধে। ঈদের দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে বোনাস বৈষম্যের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্গা পুজো ও ঈজের সময় সিভিক ভলান্টিয়ারদের বোনাসের অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির ছবিও তুলে ধরেছেন তিনি।
বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলের শুরুতেই, 'এক কাজ এক বোনাস'-এর দাবি জানিয়েছেন। তারপর সিভিক ভলান্টিয়ারদের বোনাসের অঙ্ক তুলে ধরেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে লিখেছেন, 'দুর্গাপুজো সময় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ৫,৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা করে বোনাস দেওয়া হয়। পাশাপাশি দু'টি অ্যাকাউন্টে ওই বোনাস প্রাপ্তির ছবিও দিয়েছেন বিরোধী দলনেতা।
এরপরই বিরোধী দলনেতা লিখেছেন, 'কেন এই বৈষম্য? সমস্ত সিভিক ভলান্টিয়ারের কাজের বিবরণ এবং দায়িত্ব একই, তাহলে তাদের দেওয়া বোনাসের পরিমাণ এক নয় কেন?'
এই বৈষম্যের বিষয়টির অবসানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষন করেছেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমি মাননীয় স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করছি এই বৈষম্যের অবসান ঘটাতে এবং সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করা আমাদের সকল বোন ও ভাইদের উৎসবের সময় সমানভাবে অর্থ প্রদান করতে।'
I demand ONE JOB ONE BONUS.
Bonus Amount for Civic Volunteers:
During Durga Puja:-@KolkataPolice - Rs. 5,300/-@WBPolice - Rs. 2,000/-
During Eid-ul-Fitr:-
Some Police Districts - Rs. 5,300/-
Other Police Districts - Rs. 6,000/-
Why this disparity? All the Civic Volunteers… https://t.co/WtzG2OhanTpic.twitter.com/0A2hP3oitv— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 11, 2024