Advertisment

'দু'নম্বরি করার মাস্টার', বালুর দাদার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর

জ্যোতিপ্রিয়র দাদার বিরুদ্ধেও সাংঘাতিক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikaris complaint of corruption against Jyotipriya Mallicks elder brother

দেবপ্রিয় মল্লিক ও শুভেন্দু অধিকারী।

এবার জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধৃত মন্ত্রীর দাদার বিরুদ্ধেও নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই অভিযোগ এখন জোর চর্চায়। রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর দাদার বিরুদ্ধে এমন ঘোরতর অভিযোগ তোলায় শুভেন্দুর ওপর যারপরনাই ক্ষুব্ধ তৃণমূলও।

Advertisment

কী অভিযোগ শুভেন্দু অধিকারীর?

"পাবলিক সার্ভিস কমিশনে লুঠ করেছেন। দেবপ্রিয় মল্লিক (জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা) পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিনের মেম্বার। পিএসসি-তে দু'নম্বরি করার মাস্টার। দেবপ্রিয় মল্লিক পিএসসি-র কেলেঙ্কারি সঙ্গে যুক্ত।"

এদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বিরুদ্ধে শুভেন্দুর এহেন নালিশে বেজায় ক্ষুব্ধ তৃণমূলও। দলের নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা পিএসসি-তে ছিলেন বলেই এই অভিযোগ করছে। এতো দীর্ঘদিন আগেকার কথা। সেই সময়ে মন্ত্রী ছিলেন শুভেন্দু। তৃণমূলে তিনিও একজন নেতা ছিলেন। ওঁরই তো লজ্জা হওয়া উচিত। বিজেপিতে গিয়ে এখন পাল্টে গেছে মত। নারদার টাকা নিয়েছিলেন, যান না ইডির দরজায়। কাচের ঘরে বসে ঢিল মারছেন।"

আরও পড়ুন- হাসপাতালে বালু, সপ্তাহের প্রথম দিনেই কী নিয়ে ইডির দফতরে গেলেন দাদা?

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে শারীরিক অসুস্থতার দরুণ এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার সকালে বেশ কিছু নথি নিয়ে ইডির সল্টলেকের দফতরে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। তার আগে রবিবার কয়েকটি ফাইল নিয়ে ইডির দফতরে গিয়েছিলেন মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী মল্লিকও। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব দিতেই তিনি গিয়েছিলেন বলে সূত্রের দাবি।

Jyotipriyo Mallick West Bengal Suvendu Adhikari ED Bengal Ration Distribution Scam
Advertisment