Advertisment

Suvendu Adhikari: লালবাজারের তলব পেয়েই হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী, তুললেন বিস্ফোরক অভিযোগ

Suvendu Adhikari: এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীকে তলব করল লালবাজারের দুর্নীতি দমন শাখা। শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করেছে লালবাজার। বিরোধী দলনেতার আইনজীবীকে ডেকে পাঠানোর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikaris lawyer approached HC afer receiving summons from Lalbazar

Suvendu Adhikari: কলকাতা হাইকোর্ট।

Suvendu Adhikari: এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীকে তলব লালবাজারের। লালবাজারের (Lalbazar) দুর্নীতি দমন শাখা তলব করেছে নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ককে। শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে (Suryaneel Das)। লালবাজারে তলব পেয়েই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।

Advertisment

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীকে ডেকে পাঠাল লালবাজার। যদিও এই তলবের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে ডেকে পাঠিয়েছে লালবাজারের দুর্নীতি দমন শাখা।

আরও পড়ুন- PM Narendra Modi: রাজ্যে আসছেন মোদী, সন্দেশখালির নাগের ডগায় সভা, তেতে রয়েছে বঙ্গ BJP!

তবে এই তলবের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ উঠেছে। 'শুভেন্দু অধিকারীর হয়ে মামলা লড়ার জেরেই এই তলব', এমনই অভিযোগ করেছেন তাঁর আইনজীবী কৌশিক চন্দ।

এদিকে, লালবাজারের এই তলব পেয়েই আইনজীবী সূর্যনীল দাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। উচ্চ আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।

lalbazar West Bengal Suvendu Adhikari High Court
Advertisment