আবারও উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এবার কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য। নিহত যুবক বিজেপি কর্মী বলে দাবি। 'মৃত্যুঞ্জয় বর্মন নামে রাজবংশী ওই যুবককে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে'। এদিন টুইট করে এমনই গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Advertisment
নাবালাকিকা ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তুমুল উত্তেজনা রয়েছে কালিয়াগঞ্জে। এরই মধ্যে বছর তেত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশই ওই যুবককে গুলি করে খুন করেছে।
এদিন টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'কালিয়াগঞ্জে ৩৩ বছর বয়সী এক রাজবংশী যুবককে নির্মমভাবে হত্যা করেছে মমতার পুলিশ। ট্রিগার হ্যাপি 'মমতা' পুলিশ রাত আড়াইটেয় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাঁকে খুঁজে পায়নি। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক রাজবংশী যুবককে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে।'
শুভেন্দুর আরও অভিযোগ, 'গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে মেনে চলল। রাষ্ট্রের এই নৃশংস হত্যাকাণ্ডের মালিকানা তাকে নিতে হবে। জনগণের উচিত গণতান্ত্রিকভাবে এ ধরনের আন্তঃসন্ত্রাস ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া।'