দলের যুব নেতার গ্রেফতারিতে রণংদেহি মেজাজ শুভেন্দু অধিকারীর। থানায় ঢুকে পুলিশকে বেনজির হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ব্যাপক উত্তেজনা ছডিয়ে পড়ে পূর্ব মেদিনীপুরে মারিশদা থানায়।
শনিবার বিকেলে খেজুরির বাঁশগোড়ার এক যুব বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। সেই খবর পেয়ে রাতেই মারিশদা থানায় পৌঁছে যান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানায় ঢুকে পুলিশের কাছে অ্যারেস্ট মেমো দেখতে চান তিনি। তবে পুলিশের তরফে কোনও কাগজপত্র না দেখানোয় চটে যান শুভেন্দু। অ্যারেস্ট মেমো না পেয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। এমনকী ধৃত বিজেপি নেতার স্ত্রীকে দিয়ে পুলিশের বিরুদ্ধে অপরহরণের মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, শনিবার বিকেলে খেজুরির ওই যুব বিজেপি নেতাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সাদা পোশাকে গিয়ে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে বলে দাবি। বিকেলে গ্রেফতার হলেও পরের বেশ কয়েক ঘণ্টা তাঁর কোনও খোঁজ মিলছিল না বলেও অভিযোগ ওঠে।
আরও পড়ুন- করোনাকালে রাজ্যের বিরুদ্ধে বিরাট আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, ইডির দ্বারস্থ শুভেন্দু
শুভেন্দু অধিকারী সেই খবর পেয়ে তিনিও উদ্বেগ প্রকাশ করেন। এরপর রাতেই মারিশদা থানায় পৌঁছে যান তিনি। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি বেধে যায় তাঁর। মারিশদা থানার পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।