Advertisment

Suvendu Attacks Mamata: ভোটের আগে এসপিকে ফোন, কী বললেন মমতা? শুভেন্দুর তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল রাজ্য

পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রাণীতে এদিন পথসভা করেন শুভেন্দু। সেখান থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই আনেন ভয়ঙ্কর অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Attacks Mamata, মমতা, শুভেন্দু, Bagda By Election,

১০ জুলাই বাগদা উপনির্বাচন। তার আগে এদিন দলীয় প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের হয়ে প্রচারে নামেন শুভেন্দু অধিকারী।

Suvendu Attacks Mamata On Bagda By Election 2024: ১০ জুলাই বাগদা উপনির্বাচন। তার আগে এদিন দলীয় প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের হয়ে প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রাণীতে এদিন এক পথসভা করেন তিনি। সেখান থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই আনেন ভয়ঙ্কর অভিযোগ। যাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

Advertisment

'ভোট লুঠ করে জিততে চাইছেন মমতা'। বুধবারই বাগদায় ভোটের আগেই প্রচারে ঝড় তুলে মারাত্মক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০ জুলাই বাগদায় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাও এদিন শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়।

'রানাঘাট দক্ষিণ, বাগদা জেতাতে নবান্ন থেকে এসপিকে ফোন মমতার'। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এহেন অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "মমতা পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জীকে নিয়ে মিটিং করেছেন। নবান্ন থেকে এসপিকে ফোন করে বলেছেন আমার এই সিট চাই" একই সঙ্গে তিনি বলেন, "এসব যত করবে তত ধ্বংসের পথে যাবে তৃণমূল" ।

আরও পড়ুন : < Crime news: ধৈর্যের বাঁধ ভেঙেছিল পঁচাশির বৃদ্ধের! পুত্রবধূকে ঘুমোতে দেখেই ভয়ংকর কান্ড ঘটালেন শ্বশুর >

এদিনের প্রচার থেকেই বাগদা উপনির্বাচনকে তৃণমুলের 'চাপিয়ে দেওয়া নির্বাচন' বলে উল্লেখ করা পাশাপাশি ৭ দফায় লোকসভা ভোটে ভোট লুঠের চেষ্টার অভিযোগও আনেন তিনি। আক্ষেপের সুরে শুভেন্দু এদিন "আরামবাগে বিজেপিকে হারিয়ে দেওয়ার পাশাপাশি নিশীথ প্রামাণিককে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। প্রচার সভা থেকেই এক চাঞ্চল্যকর দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা।' উল্লেখ্য লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বাগদা বিধানসভায় ২০ হাজার ৬১৪ ভোটে এগিয়েছিল বিজেপি।

Bagdah Mamata Banerjee Suvendu Adhikari bypoll
Advertisment