জমে উঠেছে পঞ্চায়েতের লড়াই। শাসক-বিরোধী জোর টক্কর দিকে-দিকে। যদিও বহু জায়গায় মনোনয়নপত্রই জমা দিতে পারেনি বিরোধীরা। তবুও এবারের পঞ্চায়েত ভোটে দাগ কাটতে চেষ্টার কসুর করছে না বিজেপি ও বাম-কংগ্রেস। তৃণমূলের পাশাপাশি প্রচারে ঝড় তুলছে বিরোধীরাও। বৃহস্পতিবার ঝাড়গ্রামে গিয়ে ভোটের পারদ আরও চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে মাওবাদী নেতা কিষেণজির নাম নিয়ে শাসকদলকে তুমুল হুংকার দাপুটে বিজেপি নেতার।
Advertisment
এদিন নয়াগ্রামে শুভেন্দু অধিকারীরর পদযাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল শুভেন্দুর পদযাত্রা। তখনই বিরোধী দলনেতার উদ্দেশ্যে রাস্তার পাশের ছাদ থেকে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মীরা। লাগাতার স্লোগানে এলাকায় উত্তেজনা বাড়ে। যদিও কোনও অপ্রীতিকর পরিস্থিত তৈরি হয়নি। তবে এই ঘটনার পরে সভামঞ্চে উঠে শাসকদলকে এক হাত নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'আমি শুভেন্দু অধিকারী, কিষেণজিকে সোজা করা লোক। ওই সব আমায় দেখিয়ে লাভ নেই।' জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় পুলিশও তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।
বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের তোপসিয়ায় প্রথম জনসংযোগ কর্মসূচি সেরেছেন শুভেন্দু অধিকারী। পরে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদের এক প্রার্থীর বাড়িতেও গিয়েছিলেন তিনি। বিজেপির এই প্রার্থীকে ওসি মারধর করেছিলেন বলে অভিযোগ ওঠে।