রাজ্যের জন্য বিরাট সুখবর। এবার থেকে বাংলার একাধিক জেলার বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে গুরুত্বপূর্ণ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্বাভাবিভাবেই রেলের এই তৎপরতায় উপকৃত হবেন সংশ্লিষ্ট এলাকার বহু বাসিন্দা। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ-বিধায়কদের বারংবারের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এমনই দাবি করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিরাট কৃতজ্ঞতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতার। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ-বিধায়কদের দাবি মেনে জনসাধারণের সুবিধায় পদক্ষেপ করায় রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ শুভেন্দু অধিকারী।
বিভিন্ন সময়ে এরাজ্যের বিজেপি সাংসদ-বিধায়করা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে রাজ্যের নানা প্রান্তের রেল স্টেশনগুলিতে গুরুত্বপূর্ণ কিছু ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি করেছেন। বিভিন্ন সময়ে বঙ্গের গেরুয়া জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলা সেই আবেদন-চিঠি খতিয়ে দেখে ইতিমধ্যেই তার মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে পদক্ষেপ করেছে রেল। একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন- ভুলে যাবেন দিঘা-পুরী, বর্ষায় এই সাগরতটের অপরূপ সৌন্দর্য্য লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও
বিরোধী দলনেতা টুইটে লিখেছেন, 'কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেপির সাংসদ এবং বিধায়কদের আবেদন মেনে নিম্নলিখিত রেল স্টেশনগুলিতে নিম্নলিখিত ট্রেনগুলির স্টপেজ দেওয়ার ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাগুলির বাসিন্দারা অত্যন্ত উপকৃত হবেন।'
আরও পড়ুন- বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টি এবার কাঁপুনি ধরাবে! তালিকায় কোন কোন জেলা?
শুভেন্দু অধিকারীর টুইটে উল্লেখ, বাঁকুড়ার একাংশের বাসিন্দাদের সুবিধার্থে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ঝাঁটিপাহাড়ি স্টেশনে দাঁড়াবে। একইভাবে পুরুলিয়ার সুইসায় স্টপেজ হয়েছে হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেসের। মালদার কুমেদপুরে দাঁড়াবে
শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়াবে ঝাড়গ্রামে। উত্তর দিনাজপুরের ডালখোলায় দাঁড়াবে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস। পশ্চিম বর্ধমানের পানাগড়ে দাঁড়াবে কলকাতা-গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস।