আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। "ও সব নাটক, কিচ্ছু হয়নি"। গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টিতে এভাবেই টিপ্পনি কাটলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, "ও সব নাটক, কিচ্ছু হয়নি। মেডিক্যাল রিপোর্টে কিচ্ছু নেই। ওঁর ডায়াবেটিস ছিল। সেটা পুরনো রোগ। ওঁর কিচ্ছু হয়নি। ওঁর আপ্ত সহায়করাও তো যুক্ত রয়েছেন।" কিছুদিন আগে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ইডি হানা দিয়েছিল।
এই রথীন ঘোষই এবার জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পথে নেমে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এব্যাপারে শুভেন্দু বলেন, "তৃণমূল মানেই চোর, রথীন ঘোষও তার বাইরে নয়। রথীন ঘোষের বাড়িতেও কয়েকদিন আগে গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে যুক্ত।"
গরু-কয়লা পাচার, শিক্ষাক্ষেত্র-পুরসভায় নিয়োগ দুর্নীতির পর এবার রেশন বণ্টনেও বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সপ্তাহ দু'য়েক আগে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান গ্রেফতার হতেই বিস্ফোরক একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছিল। বাকিবুরের দুবাই, বাংলাদেশে ব্যবসার খোঁজ পায় ইডি। বাকিবুরের একশো কোটিরও বেশি টাকার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মেলে।
তাঁকে দফায় দফায় জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পায় ইডি। শেষমেশ গত শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ধৃত বাকিবুর জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি ইডি সূত্রের।
আরও পড়ুন- দুয়ারে কড়া নাড়ছে শীত! আরও নামবে পারদ, কালীপুজোয় জাঁকিয়ে ঠান্ডা?
গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলে ইডি। বিচারক তাঁর ইডি হেফাজতের নির্দেশ দিতেই আদালত কক্ষে অজ্ঞান হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। শেষমেশ কলকাতার নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। যদিও সুস্থ হলেই বালুকে আলিপুরের কমান্ড হাসাপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়ে প্রশ্ন রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।