রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়া থেকে ষড়যন্ত্র তত্ত্ব আউরে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ এই মন্ত্রী। ইতিমধ্যেই তাঁর গ্রেফতারির পিছনে বিজেপি ও শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ এনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার পাল্টা টিপ্পনি বিরোধী দলনেতারও।
Advertisment
এক্স হ্যান্ডেলে কী লিখেছেন শুভেন্দু অধিকারী?
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি ইনফো-কার্ড পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ইনফো কার্ডের উপরে তিনি লিখেছেন, "এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।" ইনফো কার্ডটিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচতার্য, জীবনকৃষ্ণ সাহার পর জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির তারিখ উল্লেখ করেছেন বিরোধী দলনেতা।
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে। সেখানে আরও এক পর্বে চলে জেরা। তারপরেই মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিজিও থেকে গাড়িতে ওঠার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের এই মন্ত্রী বলেন, ‘বিজেপি ও শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র’। তাঁর গ্রেফতারির পিছনে বিরোধী দলনেতার ‘হাত’ রয়েছে বলে দাবি বনমন্ত্রীর।