/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/suvendu-mamata.jpg)
ফের শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন।
আবারও কেন্দ্রীয় প্রকল্প কার্যত 'হাইজ্যাক' করে নেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। রাজ্য সরকারের 'চোখের আলো' প্রকল্পটি আদতে কেন্দ্রের দেওয়া টাকায় চলে বলে অভিযোগ তুলে ফের সোচ্চার বিরোধী দলনেতা। টুইটে এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে শুভেন্দু অধিকারী এদিন লিখেছেন, 'কেন্দ্রীয় সরকারের অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি-র আওতাধীন প্রকল্পে স্টিকার লাগিয়ে চোখের আলো প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় ১০ লক্ষ ছানি অপারেশন এবং অন্যান্য কার্যক্রম হয়েছে। তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়েছিল।'
It's pertinent to mention that 10 Lakh cataract surgeries & other activities have been achieved due to Central Govt's financial assistance; the pattern of which was laid out in the meeting held under the Chairmanship of the then Hon'ble Union Minister of Health; Shri @JPNadda Ji: pic.twitter.com/cCzvfAte6g
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 26, 2023
অপর টুইটে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তাদের দুষে বিরোধী দলনেতা আরও লিখেছেন, 'পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এতটাই অদক্ষ যে তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া অনুদান ব্যবহারও করতে পারে না। ২০২১-২২ সালে অন্ধত্ব নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচির অধীনে বরাদ্দ টাকার পরিমাণ ছিল ৪৬ কোটি। পশ্চিমবঙ্গ সরকার যে টাকার মাত্র ২১.২ শতাংশ অর্থাৎ ৯.৭৫ কোটি টাকা খরচ করতে পেরেছে।'
আরও পড়ুন- ‘মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা অপবিত্র হয় না’, মমতার ঢাল এবার শোভনদেব
উল্লেখ্য, শবিবারই টুইটে 'চোখের আলো' প্রকল্পের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন। সেই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 'চোখের আলো প্রকল্পটি ২০২১ সালে পশ্চিমবঙ্গবাসীর দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু করা হয়েছিল। আমি আনন্দিত যে আমরা ১০ লক্ষ ছানি অপারেশন করাতে পেরেছি। স্কুলের বাচ্চাদের এবং ৪৫ ঊর্ধ্ব ব্যক্তি মিলিয়ে মোট ১৫ লক্ষ চশমা বিনামূল্যে দিয়েছি।'