scorecardresearch

চুক্তিতে নিয়োগ মুখ্যমন্ত্রীর দফতরেই, নিরাপত্তা প্রশ্নে তোলপাড় ফেললেন শুভেন্দু

খোদ মুখ্যমন্ত্রীর দফতরেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

centre going to take strict action to curb rampant misuse of crpc and ipc act says suvendu adhikari , বাংলায় সিআরপিসি ও আইপিসি-র অপব্যবহার! কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, হুঁশিয়ারি শুভেন্দুর
ফের শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন।

খোদ মুখ্যমন্ত্রীর দফতরেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিষয়টি নিয়েই এবার টুইটে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিএমও-তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের এই সিদ্ধান্তের জেরে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, দেশের সংবিধান লঙ্ঘন করে যথাযথ পদ সৃষ্টি না করেই মুখ্যমন্ত্রী তাঁর হাতে থাকা দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। এদিন টুইটে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন, ‘আইপ্যাককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে নাকি এর দায়িত্ব ভাইপোকে দেওয়া হচ্ছে?’

উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র দফতরে ৩টি পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্থায়ী সরকারি কর্মীদের বদলে স্বরাষ্ট্র দফতরের মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ ঘিরে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, এরাজ্যে ডেটা অপারেটেরদের বেতন মাসে ১৩ হাজারের কাছাকাছি।

আরও পড়ুন- ‘সাংঘাতিক তথ্য’ CBI-এর হাতে ? আঁচ পেয়েই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’?

তবে মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা স্বরাষ্ট্র দফতরে এই একই ধরনের কাজের ক্ষেত্রে বেতনের উল্লেখ মাসে ২৫ হাজার টাকা। একই কাজে ভিন্ন বেতন কীভাবে হতে পারে তা নিয়েও এদিন টুইটে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Suvendu criticize mamata regarding contractual recruitments proceedings in cmo