Advertisment

'পিসি-ভাইপোর গুডবুকে থাকতে মৃত বাবাকেও চোর বলছেন', উদয়ন-উবাচে 'লজ্জিত' শুভেন্দু

এবার বিরোধী দলনেতার নিশানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu criticize udayan regarding his statement about kamal guha

শুভেন্দু অধিকারীর নিশানায় উদয়ন গুহ।

এবার শুভেন্দু অধিকারীর নিশানায় উদয়ন গুহ। নিয়োগ দুর্নীতিতে নিজের প্রয়াত বাবার নাম টেনে আনায় এবার বিরোধী দলনেতার তুমুল সমালোচনার মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 'পিসি-ভাইপোর গুডবুকে থাকতে প্রয়াত বাবাকেও ছাড়ছে না', উদয়ন গুহের মন্তব্যের তীব্র সমালোচনা করে সরব নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Advertisment

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

বিরোধী দলনেতার কথায়, 'বিধানসভায় আমার বাবার নাম তুলে ব্যাঙ্গাত্মক কথা বললে আমি প্রতিবাদ করি। কারণ পিতৃদেব হচ্ছেন মহাগুরু।এরা কোন লেভেলে নেমেছে ভাবা যায় না। পিসি-ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য প্রয়াত বাবাকেও চোর বলে স্বীকার করেছেন। এলজ্জা রাখার জায়গা নেই। যাঁরা পৃথিবীর আলো দেখালেন তাঁদের সম্পর্কে এভাবে বলা যায় না। দাদাগিরি করার জন্য কোম্পানির মালিক ও ম্যানেজিং ডিরেক্টরের গুডবুকে থাকতে হবে। শেষ পর্যন্ত বাবাকে যদি চোর-গুণ্ডা বলতে হয় তাতেও আপত্তি নেই।'

আরও পড়ুন- ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবাও’, বাম আমলের নিয়োগ ‘কেচ্ছা ফাঁস’ উদয়নের

উল্লেখ্য, রাজ্যের শাসকদসলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ফি দিন গলা ফাটাচ্ছে বিরোধীরা। শিক্ষাক্ষেত্রে নিয়োগে সীমাহীন দুর্নীতি সামনে আসায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তবে সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি বাম আমল থেকেই হয়ে আসছে বলে সদ্য সোচ্চার হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা প্রয়াত কমল গুহ বাম আমলে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন। কমল গুহও দলের স্বার্থে নিয়োগে দুর্নীতি করেছিলেন বলে দাবি করেছেন তাঁর পুত্র তথা বর্তমানে মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য উদয়ন গুহ।

আরও পড়ুন- ‘মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা অপবিত্র হয় না’, মমতার ঢাল এবার শোভনদেব

এর আগে ঠিক কী বলেছিলেন উদয়ন গুহ?

‘বাবা দলের স্বার্থেই দুর্নীতি করেছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছিল। বাবা সেই সময়ে অনেককে চাকরি করে দিয়েছেন। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসূরীরাই তো যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন। পাঁচ টাকা নিলে দুর্নীতি নয়, আর পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ টাকা নিলে সেটা দুর্নীতি এটা কখনও হতে পারে না। এটা যুগ যুগ ধরেই চলে আসছে।’

abhishek banerjee Suvendu Adhikari Udayan Guha bjp tmc Mamata Banerjee
Advertisment