শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেনজির হিংসা ছড়ায়। কোথাও বুথে ঢুকে দেদার ছাপ্পা, কোথাও আবার প্রিসাইডিং অফিসারের কপালে বন্দুক ঠেকিয়ে ভোট লুঠ। কোথাও ভোটকর্মীদের বেধড়ক মেরে বুথ থেকে বের করে ছাপ্পা ভোট। শনিবারের ভোট-সন্ত্রাসের এমনই কিছু টুকরো ছবি-ভিডিও প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মাত্রাছড়া সন্ত্রাসের আবহে শনিবার রাজ্যে মিটেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। বহু জায়গায় তুলকালাম অশান্তি হয়েছে। শনিবার দিনভর ভোট-সন্ত্রাসের বলি হয়েছেন ১৪ জন। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, মালদহ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনায় ভোট ঘিরে বেনজির হিংসায় প্রাণ গিয়েছে শাসক-বিরোধী সব পক্ষের প্রতিনিধির।
পঞ্চায়েত ভোট বাতিলের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট ঘিরে হিংসায় শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। শনিবার রাতে টুইট করে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
আরও পড়ুন- দুপুরে হুঁশিয়ারি, ভোট মিটতেই কমিশন দফতরে শুভেন্দুর তুলকালাম, গেটে পরপর লাথি
তার আগে গতকাল সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশনের দরজার বাইরে প্রতীকী বিক্ষোভের অঙ্গ হিসেবে তালা ঝুলিয়ে দেন শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা দাবি করেছি, কাল (আজ) দুপুরের মধ্যে সিসিটিভি এবং ভিডিওগ্রাফি দেখতে হবে। যেসব বুথে ছাপ্পা হয়েছে, সেগুলো চিহ্নিত করতে হবে। দরকার হলে ভোটের ফল ঘোষণার দিন পিছিয়ে দিতে হবে। ছাপ্পা হওয়া বুথগুলোয় নতুন করে ভোটগ্রহণ করাতে হবে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে রেখে।’