/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Suvendu-Adhikari.jpg)
Suvendu Adhikari: রাজভবনের সামনে ধরনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari: আবারও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় বেছে বেছে বেঁচে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি নেতার। রবিবার পূর্ব ঘোষণা মতো রাজভবনের সামনে ধরনায় গিয়ে আক্রমাত্মক মেজাজে তৃণণূলকে তুলোধনা শুভেন্দু অধিকারীর।
নির্বাচনের পর হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের ধরনা কর্মসূচিতে সামিল ছিলেন বিজেপির অন্য বিধায়করাও। আবারও রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সরব বিজেপি নেতা। এদিনের ধরনায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৩৩০ জন নির্বানোত্তর হিংসায় আক্রান্ত যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলায় ভোট লুঠ হয়েছে। গণতন্ত্র হত্যা দিবস পালন করব। আমি ১০০ জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও মানিকতলায় যাঁদের আঙুলে কালি পড়েনি, তাঁদের নিয়ে রাজভবনের গেটে আসছি।"
আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী মাইলফলক স্পর্শ রেলের! এমন অভূতপূর্ব উদ্যোগের ঢালাও প্রশংসা
এরই পাশাপাশি দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়েও এদিন ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যকে দুষে শুভেন্দুর তোপ, "এত দাম খাব কী? মমতা যাবে কী? এই স্লোগানকে সামনে রেখে ১৮ তারিখ আমার নির্বাচনী কেন্দ্রে আন্দোলনে নামব। রজ্যে উৎপাদিত জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। এই সরকার পেট্রোল-ডিজেলে ১ টাকা করে লিটারে দাম বাড়িয়েছে। ১৯ তারিখ থেকে যারা ভোট দিতে পারেনি যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা যাবেন। ২১ তারিখ গণতন্ত্র হত্যা দিবস পালন করব।"
আরও পড়ুন- চা খেয়ে হাজার-হাজার টাকা বাকি! টাকা চাইলে দোকানের ‘কাগজ’ চাইছে BDO অফিস