/indian-express-bangla/media/media_files/2025/05/16/POAJcRRyRm5I3ZZJE6le.jpg)
দাম্ভিক, নির্দয়, অমানবিক! ডিএ মামলায় সুপ্রিম রায়ে মমতাকে বেনজির নিশানা, পদত্যাগের দাবিতে গর্জে উঠলেন শুভেন্দু
Suvenda Adhikari: ডিএ মামলায় সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত শুভেন্দু, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। এই রায়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাখ লাখ সরকারি কর্মী অধিকার ক্ষুন্ন করার নৈতিক দায় মমতা বন্দোপাধ্যায়ের উপর চাপিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।
অপারেশন সিন্দুর স্রেফ ট্রেলার, 'পিকচার আভি বাকি হ্যায়', হুঙ্কার ভারতের
রাজ্য সরকারি কর্মীদের ডিএ (মহার্ঘ ভাতা) মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ প্রদান করতে হবে। এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে তিন মাস সময়ও দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তার কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর শুভেন্দু বলেন, “এই রায় পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এক বিশাল জয়। যাঁরা বছরের পর বছর দাম্ভিক, নির্দয় এবং অমানবিক রাজ্য সরকারের অবিচারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন।”
I welcome the direction given by the Hon’ble Justices Sanjay Karol and Sandeep Mehta of the Hon’ble Supreme Court, to the West Bengal Government, for immediately releasing 25% of the DA Arrears of the West Bengal Government Employees, pending till now.
— Suvendu Adhikari (@SuvenduWB) May 16, 2025
This is a huge victory for… pic.twitter.com/1hjJAh5bPt
অপারেশন সিন্দুরের সাফল্যে কলকাতায় 'তিরঙ্গা যাত্রা', ২৬-এর নির্বাচনের আগে BJP-র প্রচারে 'সুর-ছন্দ' বেঁধে দিলেন মোদী
এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের একটি মন্তব্য উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিএ কোনও অধিকার নয়। কিন্তু আজ সুপ্রিম কোর্টের নির্দেশ প্রমাণ করল, ডিএ কর্মচারীদের সাংবিধানিক অধিকার। আশা করি, লক্ষ লক্ষ কর্মচারীকে বছরের পর বছর বঞ্চিত রাখার জন্য মুখ্যমন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন।” শুভেন্দু আরও বলেন, এই আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একাধিক বিশিষ্ট আইনজীবী। পাশাপাশি, ডিএ সংগ্রামে নেতৃত্বদানকারী বিজেপির অনুমোদিত ‘কর্মচারী পরিষদ’-র সদস্য ও কর্মকর্তাদেরও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি বিরোধী দলনেতা আরও বলেন, '১০০ শতাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার লড়াই আমাদের জারি থাকবে'। রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যেমন রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়েছে, তেমনই ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনকে নতুন করে অক্সিজেন জুগিয়েছে।