নিজের বিধানসভা কেন্দ্রে মিছিল করতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই আবদেনে পুলিশের তরফে এখনও সদুত্তর না পেয়ে কোর্টে গেলেন বিরোধী দলনেতা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা ঠুকেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতেই মিলেছে মামলার অনুমতি। শুক্রবার কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা।
এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন নন্দীগ্রামে। অভিষেককে জবাব দিতেই পাল্টা নন্দীগ্রামে দলীয় কর্মসূচি নেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৬ জুন নন্দীগ্রামের শুভেন্দুর কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার কথা বিজেপির। মিছিল হয়ে যাওয়ার পর সভা করার কথা বিরোধী দলনেতার। আগেই সভা-মিছিলের জন্য পুলিশি অনুমতি চাওয়া হয়েছিল। তবে বিজেপিকে সেই অনুমতি দেওয়া নিয়ে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন-
কর্মীরা। তাঁর বিরুদ্ধে আগেই ইডির লুকআউট সার্কুলার নোটিস জারি ছিল। সেই কারণেই রুজিরাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয় বলে জানায় ইমিগ্রেশন বিভাগ।
আরও পড়ুন- আর্থিক সহায়তার দু’হাজারের উৎস নিয়ে প্রশ্ন বিজেপির, ‘শুভেন্দুই ভাল মাস্টার’ টিপ্পনি তৃণমূলের
ইডি সূত্রের খবর, কেন তিনি বিদেশ যাচ্ছিলেন? এবার সম্ভবত ,সেই প্রশ্নের মুখেও পড়তে হতে পারে অভিষেক-পত্নীকে। এছাড়াও তদন্ত সম্পর্কিত একাধিক প্রশ্নবাণ সামলাতে হতে পারে তৃণমূল সাংসদের স্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রুজিরার বিদেশযাত্রার ক্ষেত্রে আগে থেকে ইডিকে জানাতে বলেছিল আদালত।
সেই মতো যাত্রার বেশ কিছুদিন আগেই ইডিকে জানিয়েছিলেন রুজিরা। তবে সেই সময় তাঁকে কিছু না জানালেও দিনের দিন যাওয়ার পথে তাঁকে আটকানোর তুমুল সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দেখানো পথে চলে বিরোধী দলকে হেনস্থা করতেই ইডির এই সক্রিয়তা বলে অভিযোগে সোচ্চার হয় তৃণমূল।
আরও পড়ুন- বাঙালি কন্যের এযেন অসাধ্য সাধন! অভাবনীয় কৃতিত্বকে সেরার সেরা কুর্ণিশ ‘জগৎশ্রেষ্ঠ’ বিশ্ববিদ্যালয়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি পালন করতে নন্দীগ্রামে গিয়েছিলেন। নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কর্মসূচির পাল্টা এবার শুভেন্দুরও। তবে পুলিশি অনুমতি না মেলায় আগামী ১৬ জুনের কর্মসূচি নিয়ে সেভাবে কোনও পদক্ষেপ করতে পারছেন না বিরোধী দলনেতা।
আরও পড়ুন- সিজিও-য় রুজিরা, রেডি গরমাগরম প্রশ্ন! অভিষেক-পত্নীকে প্যাঁচে ফেলতে কী কৌশল ইডির?
সেই কারণেই ফের একবার কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন বিজেপি নেতা। আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই মিলেছে মামলা দায়েরের অনুমতি। বিচারপতি মান্থার এজলাসে কাল হতে পারে মামলার শুনানি।