Advertisment

কতদিনে 'লড়াই' থামাবেন তিনি? চর্চা তুঙ্গে তুলে বলেই দিলেন শুভেন্দু!

পঞ্চায়েত ভোট মিটলেও মেটেনি সন্ত্রাস।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mla criticise suvendu adhikari as haridas paul

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত ভোট মিটলেও মেটেনি সন্ত্রাস। রাজ্যের একাধিক জেলায় এখনও হিংসার রাজনীতি চলছে। ভোটের পর হাওড়ার আমতায় বিজেপি কর্মীদের বাড়ি-ঘরে হামলার অভিযোগ ওঠে। এবার সেই আমতায় আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের দেখতে গিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে রাজ্যের শাসকদল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।

Advertisment

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

'দোকান লুঠ করেছে। কিশোরীর শ্লীলতাহানি করেছে। জেহাদি মমতা ব্যানার্জি। এটা মমতা ব্যানার্জির নোংরা রাজনীতি। একুশের ভোটের পরেও এটা করেছিল। গোটা রাজ্যে লুঠ করেছে। পুলিশকে আগে গ্রেফতার করা উচিত। হাইকোর্টে যাব আক্রান্তদের নিয়ে। শুধু বিজেপি করার অপরাধে এই হামলা। আর একটা বগটুই করতে গিয়েছিল। মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পরানো পর্যন্ত এ লড়াই চলছে চলবে।'

আরও পড়ুন- অগাস্টেই বাংলায় অমিত শাহ, ‘মেগা দলবদলে’ তোলপাড় পড়তে পারে বঙ্গ রাজনীতিতে!

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু মিছিল দেখেছে বাংলা। ভোট মিটলেও এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর মিলছে। গতকাল রাতে ক্যানিংয়ে এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওটে। অন্যদিকে, বাসন্তীতে ফের এক তৃণমূলকর্মীকে গুলি করার অভিযোগও মিলেছে। ভোটের দিন হামলায় জখম ভাঙড়ের এক তৃণমূলকর্মীর আজ সকালে মৃত্যু হয়েছে কলকাতা হাসপাতালে।

আরও পড়ুন- মারধরে জখম বিজেপি কর্মী জল চাইলে মুখে প্রস্রাব! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মুর্শিদাবাদের সালারে দুষ্কৃতীদের ফেলে যাওয়া বোমা বল ভেবে খেলতে গেলে তা ফেটে যায়। দুই শিশু গুরুতর জখম হয়েছে। মোটের উপর ভোট মিটলেও মেটেনি সন্ত্রাস। দিকে দিকে হামলা পাল্টা হামলার অভিযোগ মিলেছে চলেছে।

tmc bjp Mamata Banerjee Suvendu Adhikari panchayat election 2023
Advertisment