/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/mamata-suvendu.jpg)
TMC VS BJP: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
গতকালই তাঁকে নিশানা করে বেনজির হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ‘এতদিন করিনি, এবার করছি’, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যারপরনাই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিরোধী দলনেতারও। নিজের সর্বশেষ 'আয়কর রিটার্ন' এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে তোলা মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুড় চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িটিই দখল করে রাখা জমিতে তৈরি বলে অভিযোগ বিরোধী দলনেতার। এখানেই থেমে না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে বেশ কয়েকটি ঝাঁঝালো মন্তব্য ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কী বললেন শুভেন্দু অধিকারী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, "এখানে আমার সর্বশেষ আয়কর রিটার্ন দিলাম। গতকাল, আপনি আমাকে টার্গেট করেছেন এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। অবশ্যই আমার নাম করেননি, কারণ আপনার সেই সাহস ছিল না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনার সমস্ত শক্তি এবং তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করুন, যেমন সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ইত্যাদি। প্রমাণ করুন যে আমি যা ঘোষণা করেছি বা কোনও অসম সম্পত্তি বা সম্পত্তি সংগ্রহ করেছি তার থেকে আমি "একটি পয়সা" বেশি অর্জন করেছি।"
মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু আরও লিখেছেন, "আপনাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত জমির টাইটেল ডিডের কপি প্রকাশ্যে প্রকাশ করতে হবে। কলকাতার কালীঘাট, যেখানে আপনি জমি দখল করে বসবাস করছেন। সেই দখল বৈধ কি না সবাইকে জানাবেন না কেন? আমি আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস খুঁজে পাবেন। ক্যামেরার সামনে বকবক করা হল সবচেয়ে সহজ অংশ, এখন এটির ব্যাখ্যা দিন।"
আরও পড়ুন- জোরে ঢাক বাজানোয় জরিমানা হয়েছিল রানি রাসমণির! দুর্গাপুজোর এমন কাহিনী চমকে দেবে
CM @MamataOfficial; here's my latest Income Tax Return.
Yesterday, you targeted me & levelled baseless allegations against me, of course without naming me, as you didn't have the guts.
Now here's my counter. I challenge you to do the following:-
a) Use all your might and the… pic.twitter.com/SUzuS1bpJf— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 2, 2023
আরও পড়ুন- দিঘায় পর্যটকদের হয়রানির দিন শেষ! যুগান্তকারী পদক্ষেপ প্রশাসনের
উল্লেখ্য, বুধবার নাম না করে বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নাম না নিয়ে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে? মন্ত্রী থাকাকালীন আমরা জানতে চাইনি, কোন ল্যান্ড কত টাকায় বিক্রি হয়েছে। এবার সব বের হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ‘বদলা নয়, বদল চাই বলেছিলাম। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না। তবে তুমি যদি একতরফা করে যাও, লেবু কচলাতে কচলাতে তেতো হয়।’