এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ অগাস্ট রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এহেন ঘোষণায় বিজেপি নেতা-কর্মীদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন শুভেন্দু অধিকারী। অভিষেকের এই মন্তব্য উস্কানিমূলক বলেও মনে করেন তিনি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- নদী-ঝর্ণার তাক লাগানো মিশেল! বাংলার এই পাহাড়ি গাঁয়ের শোভা এককথায় অনবদ্য
গত ২১ জুলাই ধর্মতলার শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাওয়ের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন। তবে বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাঁদের ছেড়ে দেবেন।’
আরও পড়ুন- মালদা-মণিপুরে তুলনায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ আদিবাসী নেতা, পাল্টা ভয়ঙ্কর নিদানে তোলপাড়!
যদিও এর ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলতে উঠে অভিষেকের ঘোষিত কর্মসূচিতে কিছুটা বদল আনেন। তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে, কিন্তু বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে।’