Advertisment

Suvendu-Shah: শুভেন্দুর নালিশনামা সময় নিয়ে শুনলেন অমিত, লোকসভা বিপর্যয়ের পর প্রথম শাহ-দর্শন

Suvendu-Shah meeting: পৌনে একঘণ্টা ধরে শুভেন্দুর অভিযোগ মন দিয়ে বসে শুনেছেন শাহ। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Amit Shah, শুভেন্দু অধিকারী, অমিত শাহ,

Suvendu Adhikari-Amit Shah: শাহর কাছে ঠিক কী বলেছেন শুভেন্দু, তা নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যেও তীব্র জল্পনা রয়েছে। (ছবি- টুইটার)

Suvendu-Shah meeting in Delhi: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির প্রত্যাশা মুখ থুবড়ে পড়ার পর প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শাহর দিল্লির বাসভবনে তিনি রাজ্যের বিরুদ্ধে গুচ্ছেক নালিশনামা পেশ করেন। পৌনে একঘণ্টা ধরে তা মন দিয়ে বসে শুনেছেন শাহ। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Advertisment

শাহর কাছে ঠিক কী বলেছেন শুভেন্দু, তা নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যেও তীব্র জল্পনা রয়েছে। তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনাকে শাহর কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশমন্ত্রী। কিন্তু, তাঁর নেতৃত্বাধীন পুলিশ চোপড়া থেকে কামারহাটির মত একের পর এক গণপিটুনির ঘটনা রুখতে ব্যর্থ হয়েছে। সেসব নিয়েই শাহর কাছে শুভেন্দু অভিযোগ জানিয়েছেন বলে রাজ্য বিজেপির একাংশের ধারণা। তাঁদের ধারণা, ওই সব ঘটনার বেশকিছু ভিডিও ফুটেজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাংলায় বিজেপির আসন বাড়বে। কিন্তু, সেই ভোটপ্রচারে শাহকে তেমন একটা দেখা যায়নি। শেষ পর্যন্ত দেখা গিয়েছে, নির্বাচনে বিজেপি এরাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি। উলটে অনেক জেতা আসন বিজেপি খুইয়েছে। এরপর লোকসভা নির্বাচনে ফের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিলেও, বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীকে আগের মত ছুটে গিয়ে বৈঠক করতে দেখা যায়নি। সেই কারণেই বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

in lok sabha election 2024 bjp will win maximum seats from west bengal says modi
Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তার ওপর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত অধিকারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই হিসেবে একই ব্যক্তির দুটো পদ থাকবে না, সেই নীতি মেনে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল অবশ্যম্ভাবী। সেই ব্যাপারেও শুভেন্দু অধিকারী শাহর সঙ্গে কথা বললেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজ্য বিজেপির একাংশের মধ্যে।

আরও পড়ুন- ‘কাটমানি’ না দেওয়ায় বাতিল কন্যাশ্রীর ফর্ম, ‘দুরন্ত’ অভিযোগে বিডিও-র দ্বারস্থ মালদহের ছাত্রী

তবে, শুভেন্দু অধিকারীর দাবি যে তাঁর সঙ্গে শাহর বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসের ফলে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে কথা হয়েছে। বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়েই তাঁর কাছ থেকে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে রাজ্যপালও বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার মানুষজনের ব্যাপারে সরব হয়েছেন। শুধু সরব হওয়াই নয়। রাজ্যপাল সেই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছেন। সেই সব আক্রান্ত মানুষের পাশে থাকার আশ্বাস শাহ তাঁকে দিয়েছেন বলেই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Meeting Suvendu Adhikari amit shah bjp loksabha election 2024
Advertisment