রাজ্যে ঘোরতর বিদ্যুৎ সংকট। গত কয়েকদিনে দফায়-দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে লোডশেডিং চলছে। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকার জেরে ভোগান্তি চরমে উঠেছে আম আদমির। বিদ্যুতের এই বিপর্যয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।
রাজ্যজুড়ে দিন কয়েক ধরেই লোডশেডিংয়ের দাপট চরমে উঠেছে। তারই জেরে তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি। রাজ্য সরকারের কয়লা কেনার টাকা নেই বলেই পরিস্থিতি এতটা দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে রাজ্যকে তুলোধনা করে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।'
আরও পড়ুন- ‘হাতে’র মায়া ত্যাগ করে কৌস্তভ কি এবার বিজেপি’তে? ইঙ্গিতে বিরাট চর্চা
বিনা বিদ্যুতে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে শুভেন্দু অধিকারী টুইটে আরও লিখেছেন, 'এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশ বিদ্যুৎ নেই।'
দ্রুত বিদ্যুতের এই সমস্যা না মিলটে আগামী সোমবার থেকে বিদ্যুৎ দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এপ্রসঙ্গে রাজ্যকে তুলধেনা করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, 'দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।'