Advertisment

রাজ্যের আরও এক ভয়ঙ্কর 'দুর্নীতি'! সরব শুভেন্দু

আবার কোন দুর্নীতিকে অস্ত্র করে মমতা সরকারকে নিশানা বিরোধী দলনেতার?

author-image
IE Bangla Web Desk
New Update
centre going to take strict action to curb rampant misuse of crpc and ipc act says suvendu adhikari , বাংলায় সিআরপিসি ও আইপিসি-র অপব্যবহার! কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, হুঁশিয়ারি শুভেন্দুর

ফের শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন।

দুর্নীতির বিরুদ্ধে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। এবার সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলির পোশাক তৈরিতে কাটমানি নেওয়া হচ্ছে বলে সোশাল মিডিয়ায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, 'বাংলার মানুষের হয়ে কাজ না করে উনি এখন বাংলা ও বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছেন।'

Advertisment

কী অভিযোগ শুভেন্দু অধিকারীর?

সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, 'স্বনির্ভর গোষ্ঠী সদস্যাদের নির্দেশ দেওয়া হচ্ছে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের পোশাকের মাপ নিতে আর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ভাবে নিজের পছন্দের কোনো সংস্থার মাধ্যমে (যার নির্বাচন নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে) আগে থেকে ঠিক করা নিম্ন মানের পূর্ব নির্ধারিত গড় মাপের কাপড় (কাট মানির বিনিময়ে) সরবরাহ করার পরিকল্পনা করে বসে রয়েছে!'

শুভেন্দুর দাবি, পোশাকের মাপ নেওয়ার বিষয়টি আসলে আই-ওয়াশ। তাঁর বক্তব্য, 'এই সরকারের আমলে কোনো কিছুই বিচিত্র নয়, আসলে মাপ নেওয়াটা পুরোপুরি লোক দেখানো। অভিভাবকরা ভাববেন বাহ আমার সন্তানের জন্য ঠিক তার মাপেরই পোশাক তৈরি হবে। আদতে হবে উল্টো, গড় মাপের কাপড় পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে যদি কাপড়ের মাপ আর ছাত্র ছাত্রীদের মাপ না মেলে সেক্ষেত্রে সম্পূর্ণ দোষ গিয়ে পড়বে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের ওপর।'

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে কাজ করানো হলেও বিনিময়ে প্রাপ্য অর্থের পুরোটা এখনও মেলেনি বলে অভিযোগ বিরোদী দলনেতার। তিনি দাবি করেছেন, 'গত বছরের সেলাইয়ের কাজের পুরো পাওনা নাকি এখনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের মেটানো হয়নি, তার ওপর এক নতুন ঝামেলার দিকে তাঁদের ঠেলে দেওয়া হচ্ছে।'

বিরোধী দলনেতার আর্জি, 'আমি স্বনির্ভর গোষ্ঠীর মা বোনদের অনুরোধ জানাবো, প্রশাসনিক নির্দেশ মানার আগে বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন ও বিবেচনা করে দেখবেন, তার পরে সিদ্ধান্ত নেবেন।'

স্কুলের পোশাক দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, 'ওনার রাজনৈতিক দৈন্যতা চরমে পৌঁছেছে। তৃণমূল সরকারের বিরোধিতা করবেন বলে আগামিদিনে ওনাকে মাছ বাজার বা কলতলায় ঘুরে বেড়াতে হবে। কোবুথ পর্যায়ের কোনও কর্মীও এমন রাজনীতি করেন না। বাংলার মানুষের হয়ে কাজ না করে উনি এখন বাংলা ও বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছেন।'

Suvendu Adhikari Mamata Government bjp tmc
Advertisment