Advertisment

Saraswati Pujo Pandal: স্বাস্থ্যসাথী কার্ডে দেবী সরস্বতী, বাগদেবীর মণ্ডপের থিমে চমকে দিল মালদা

Saraswati Swasthya Sathi Card: বুধবার ছিল বাগদেবীর আরাধনার বাৎসরিক তিথি, বসন্ত (শুক্লা) পঞ্চমী। এবারের পুজোয় অভিনবত্ব আনতে সমিতির সদস্যরা মণ্ডপকে স্বাস্থ্যসাথী কার্ডের আদলে বানানোর সিদ্ধান্ত নেন। যা এখনও পর্যন্ত এরাজ্যে প্রথম ঘটল।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Swasthya Sathi Card, Saraswati Puja

Swasthya Sathi Card-Saraswati Puja: যথারীতি এলাকাবাসীর নজর কেড়েছে এই পুজো। (নিজস্ব চিত্র)

Swasthya Sathi Card Saraswati Puja: সরস্বতী পুজোতেও থিম! সেই থিমে স্বাস্থ্যসাথী কার্ডের আদলে মণ্ডপ। যে কার্ডের উপভোক্তা স্বয়ং বাগদেবী সরস্বতী। আর, এভাবেই বাগদেবীর আরাধনা করে অভিনবত্বে চমকে দিল মালদার ইংরেজবাজারের এক পুজো কমিটি।

Advertisment
  • এবার এই পুজোর তৃতীয় বর্ষ।
  • এলাকার মহিলা ও ছাত্রীরা পুজোর আয়োজক।
  • দেবীর জন্মবর্ষের জায়গায় লেখা হয়েছে- শুক্লা পঞ্চমী।

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাভোগীর সংখ্যা এবং এই কার্ড নিয়ে অভিযোগ নেহাত কম না। তারই মধ্যে ইংরেজবাজারের মহানন্দাপল্লি মহিলা সমিতির সদস্যদের সরস্বতী পুজোয় স্বাস্থ্যসাথী কার্ডের মণ্ডপ দর্শকদের রীতিমতো চমক দিয়েছে। বুধবার ছিল বাগদেবীর আরাধনার বাৎসরিক তিথি, বসন্ত (শুক্লা) পঞ্চমী। এবারের পুজোয় অভিনবত্ব আনতে সমিতির সদস্যরা মণ্ডপকে স্বাস্থ্যসাথী কার্ডের আদলে বানানোর সিদ্ধান্ত নেন। যা এখনও পর্যন্ত এরাজ্যে প্রথম ঘটল।

Swasthya Sathi Card, Saraswati Puja 1
Swasthya Sathi Card-Saraswati Puja: পুরোহিত ছিলেন দেবাশীষ চক্রবর্তী। (ছবি- নিজস্ব)

যথারীতি এলাকাবাসীর নজর কেড়েছে এই পুজো। দেখতে উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার পুরসভার স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার-সহ অন্যান্যরা। বুধবার এই অভিনব মণ্ডপে বাগদেবীর আরাধনায় পুরোহিত ছিলেন দেবাশীষ চক্রবর্তী। স্বাস্থ্যসাথী কার্ড যেমন দেখতে হয়, এখানে মণ্ডপ অবিকল তেমনই বানানো হয়েছে। আসল স্বাস্থ্যসাথী কার্ডের মতই এই মণ্ডপেও নম্বরের উল্লেখ করা আছে। উপভোক্তার স্থানে লেখা রয়েছে দেবী সরস্বতীর নাম। জন্মবর্ষের জায়গায় লেখা হয়েছে- শুক্লা পঞ্চমী। কার্ড তৈরির তারিখের জায়গায় এবছরের ১৪ ফেব্রুয়ারির উল্লেখ রয়েছে মণ্ডপের গায়ে।

আরও পড়ুন- কেন দেবী সরস্বতীর এত জনপ্রিয়তা কালনাতে, নেপথ্যের প্রাচীন ইতিহাস জানেন?

এই অভিনব পুজোমণ্ডপের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন মহানন্দাপল্লি মহিলা পরিচালিত পুজো কমিটির এক সদস্যা বর্ষা চক্রবর্তী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দুঃস্থ রোগীদের উপকার করে যাচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখেই এবারে আমরা পুজো মণ্ডপ গড়ে তুলেছি। স্বাস্থ্য সাথী প্রকল্প, রাজ্যের পাশাপাশি গোটা দেশে জনমুখী পরিষেবা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই এবারে এই ধরনের অভিনবত্ব বাগদেবী আরাধনা করা হয়েছে।

আরও পড়ুন- ঐতিহ্য হারাচ্ছে কাঠের শ্লেট-চক, ‘স্মার্ট হাতে খড়িতে’ মন মজেছে শিশুদের   

এবছর পুজোর তৃতীয় বর্ষ। এলাকার মহিলা-সহ ছাত্রীরা একজোট হয়ে এই পুজো আয়োজন করেছেন। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বাবলা সরকার বলেন, 'এলাকার মহিলা ও ছাত্রীদের এই উদ্যোগ দেখে খুব ভালো লেগেছে। পুজোর মাধ্যমেও যে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের প্রচার হতে পারে, সেই ভাবনাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি।'

Swasthya Sathi Health Insurance Saraswati Puja pujo Swasthya Sathi Temple
Advertisment